সোশ্যাল মিডিয়ায় বিতর্ক যেন পিছু ছাড়ছে না ধ্রুব রাঠির। বলিউড তারকাদের সৌন্দর্য নিয়ে করা মন্তব্যকে ঘিরে এবার সরাসরি জাহ্নবী কাপুরের নাম জড়িয়ে নতুন করে উত্তাপ ছড়াল নেটদুনিয়ায়। জাহ্নবী কাপুরকে কেন্দ্র করে প্রকাশিত একটি ভিডিওর থাম্বনেল এবং সময় নির্বাচন নিয়েই শুরু হয় এই বিতর্ক, যা দ্রুত ছড়িয়ে পড়ে অনুরাগী ও সমালোচকদের মধ্যে।
সম্প্রতি বাংলাদেশের এক সংবেদনশীল ঘটনায় জাহ্নবী কাপুর প্রতিবাদী অবস্থান নেওয়ার পরই ধ্রুব রাঠির একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে জাহ্নবীর পুরনো ও সাম্প্রতিক ছবির তুলনা তুলে ধরে কৃত্রিম সৌন্দর্য নিয়ে কটাক্ষ করা হয়। অনেকেই অভিযোগ তোলেন, জাহ্নবীর বক্তব্যের প্রতিক্রিয়াতেই ইচ্ছাকৃতভাবে এই ভিডিও প্রকাশ করা হয়েছে। এই অভিযোগ ঘিরেই তৈরি হয় তীব্র বিতর্ক।
এই পরিস্থিতিতে নীরব না থেকে সপাট জবাব দেন ধ্রুব রাঠি। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ভিডিওটি আগে থেকেই তৈরি ছিল এবং নির্দিষ্ট সময়েই প্রকাশ করা হয়েছে। জাহ্নবী কাপুর বা তাঁর পরিবারকে ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না বলেও মন্তব্য করেন তিনি। ধ্রুবের দাবি, তিনি যা বলেন তা সরাসরি বলেন, ঘুরিয়ে বা ইঙ্গিতে নয়। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ সংক্রান্ত ইস্যুতেও তিনি আগেই প্রতিবাদ জানিয়েছেন।
তবে এই ব্যাখ্যায় বিতর্ক থামেনি। নেটমাধ্যমে ধ্রুব রাঠির মন্তব্যকে একাংশ দেখছেন মতপ্রকাশের স্বাধীনতা হিসেবে, আবার অনেকেই বলছেন, সংবেদনশীল সময় ও প্রেক্ষাপটে এমন মন্তব্য আরও বিভাজন তৈরি করেছে। অন্যদিকে, এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত জাহ্নবী কাপুরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে আলোচনা আরও গভীর হচ্ছে, প্রশ্ন উঠছে তারকাদের সমালোচনার সীমারেখা নিয়েও।
আরপি/টিএ