শেষ মুহূর্তে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল। দীর্ঘ আলোচনা, টানাপোড়েন ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তে তার নাম চূড়ান্ত করা হয়।
এর আগে, মনোনয়ন ঘিরে স্থানীয় পর্যায়ে বিভক্তি ও উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে নেতাকর্মীদের তীব্র সমালোচনা ও আবেগঘন পরিস্থিতির মুখে কামরুজ্জামান কামরুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণাও দেন। সে সময় সমর্থক ও সাধারণ মানুষের কান্নায় পুরো এলাকা ভারি হয়ে ওঠে। এছাড়া প্রার্থী নিজেও আবেগ সংবরণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।
পরবর্তীতে কেন্দ্রীয় পর্যায়ে দলীয় ফোরামে বিষয়টি পুনর্বিবেচনা করা হয়। শেষ পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্ব সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুলকেই বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়।
মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় কামরুল বলেন, “দলের প্রতি আমার আস্থা ও আনুগত্য ছিল, আছে এবং থাকবে। সকল ভুল-বোঝাবুঝির অবসান ঘটিয়ে সবাইকে সঙ্গে নিয়ে জনগণের পক্ষে কাজ করতে চাই।”
এদিকে দলীয় মনোনয়ন ঘোষণার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে দাবি করছেন অনেকেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেষ মুহূর্তের এই সিদ্ধান্ত সুনামগঞ্জ-১ আসনের নির্বাচনি সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
পিএ/টিএ