সিরাজগঞ্জে বঞ্চিত হয়েও বিএনপির নামেই মনোনয়ন কিনলেন ৫ নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য সিরাজগঞ্জের ৬টি আসনে এখন পর্যন্ত ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে তিনটি আসনে বিএনপির নামেই মনোনয়নপত্র কিনেছেন মনোনয়ন বঞ্চিত ৫ নেতা।

রোববার (২৮ ডিসেম্বর) সিরাজগঞ্জ রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) আসনে ৯, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে ৬, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ), সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ৭ জন করে এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের একক প্রার্থী থাকলেও তিনটি আসনে বিএনপির পক্ষ থেকে একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আইনুল হক ছাড়াও দলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর। সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী। তিনি ছাড়াও দলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজাদ হোসেন।

সিরাজগঞ্জ-৫ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন দলের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মওলা খান বাবলু।

সিরাজগঞ্জ-৬ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ড. এম এ মুহিত। এ আসনে দলের পক্ষে মনোনয়নপত্র তুলেছেন জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি গোলাম সরোয়ার এবং জেলা বিএনপির উপদেষ্টা শফিফুল ইসলাম ছালাম।

সিরাজগঞ্জ-৩ আসনের প্রার্থী খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, বিএনপি থেকে প্রাথমিকভাবে একজনকে মনোনয়ন দেওয়া হলেও সেটা চূড়ান্ত নয়। এ জন্য দলের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। দল তো আমাকেও মনোনয়ন দিতে পারে। আমার বয়স হয়েছে, এটাই আমার শেষ নির্বাচন।দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা জনগণের ওপর ছেড়ে দিয়েছি। জনগণ যে সিদ্ধান্ত দেয় সেটাই করব।

সিরাজগঞ্জ-৬ আসনের প্রার্থী গোলাম সরোয়ার বলেন, প্রাথমিকভাবে ড. এম এ মুহিতকে মনোনয়ন দেওয়া হলেও সেটা চুড়ান্ত নয়। আমার নেতাকর্মীদের চাহিদার কারণে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। জনগণ ও নেতাকর্মীর দিকে তাকিয়ে দল পরিবর্তন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিরাজগঞ্জ-৫ আসনের প্রার্থী গোলাম মওলা খান বাবলু বলেন, আমি মনোনয়নপত্র উত্তোলন করেছি। যদি কোন কারণে বিএনপির প্রার্থী পরিবর্তন হয় সেই ক্ষেত্রে সুযোগ থেকে যাবে। যেমন ২০০৮ সালের নির্বাচনে আমি ধানের শীষ প্রতিক পেয়েছিলাম। কিন্তু শেষ মুহুর্তে আমাকে পরিবর্তণ করে মনজুর কাদেরকে দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান মিঞা বলেন, একটি দলের পক্ষে একাধিক প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। তবে যিনি দলের চূড়ান্ত মনোনয়ন নিয়ে আসবেন তাকেই প্রতীক বরাদ্দ দেওয়া হবে। বাকিরা বাতিল হয়ে যাবেন।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
খালেদা জিয়া এখনো সংকটময় পরিস্থিতিতে Dec 29, 2025
img
মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২৭৮০ জন, আজ জমা দেওয়ার শেষ দিন Dec 29, 2025
img
এনসিপি ছাড়ার ঘোষণা মওলানা ভাসানীর নাতির Dec 29, 2025
img
ব্রাহ্মণবাড়িয়া -৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন কবির আহমেদ ভুঁইয়া Dec 29, 2025
img
মাহফুজ নির্বাচন করবেন না, মনোনয়নপত্র নেওয়ায় বিব্রত : এনসিপি নেতা মাহবুব Dec 29, 2025
img
সাবেক এমপির বিএনপি থেকে পদত্যাগ Dec 29, 2025
img
গাইবান্ধায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাজু প্রধান গ্রেপ্তার Dec 29, 2025
img
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা Dec 29, 2025
img
দুই লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় মামলা Dec 29, 2025
img
যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়াকে শুভেচ্ছা জানালেন ট্রাম্প Dec 29, 2025
img
জাতীয় পার্টির (জাফর) নতুন মহাসচিব নওয়াব আলী আব্বাস Dec 29, 2025
img
সিরাজগঞ্জে বঞ্চিত হয়েও বিএনপির নামেই মনোনয়ন কিনলেন ৫ নেতা Dec 29, 2025
img
শিক্ষার্থীদের হাতে নির্ভুল বই তুলে দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে : শিক্ষা উপদেষ্টা Dec 29, 2025
img
আত্মসমর্পণ করে জামিন পেলেন এনসিপির আখতার হোসেন Dec 29, 2025
img
জামায়াতের সঙ্গে কোনো আদর্শিক ঐক্য হয়নি, এনসিপি তার আগের অবস্থানেই আছে : নাহিদ Dec 29, 2025
img
৪০ বছরের অপেক্ষার অবসান ঘটল মোজাম্বিকের Dec 29, 2025
img
নির্বাচন না হওয়ার আর কোনো সংশয় নেই : মো. আসাদুজ্জামান Dec 29, 2025
img
চার দফা দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা Dec 29, 2025
img
সমালোচকদের ভুল প্রমাণ করছেন শান্ত : রাজিন সালেহ Dec 28, 2025
img
হাদি মানে আজাদী, হাদি মানে ইনসাফ স্লোগানে উত্তাল শাহবাগ Dec 28, 2025