টলিপাড়ায় আবারও আলোচনার কেন্দ্রে দেব অভিনীত ‘খাদান ২’। প্রথম পর্বের সাফল্য, পুরস্কারের ঝুলিতে জমা হওয়া একের পর এক সম্মান আর দর্শকমহলের আগ্রহ সব মিলিয়ে ছবিটির সিক্যুয়েল ঘিরে প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু শুটিং শুরুর আগেই নানা গুঞ্জন আর জল্পনায় ছবির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
পরিচালক সুজিত রিনো দত্ত জানাচ্ছেন, ‘খাদান ২’-এর চিত্রনাট্যের কাজ এখন শেষ পর্যায়ে। আগেই তিনি আভাস দিয়েছিলেন, ২০২৬ সালেই শুরু হতে পারে শুটিং। দেবও বিভিন্ন সময়ে ইঙ্গিত দিয়েছিলেন, নতুন বছরে দর্শকদের জন্য একাধিক ছবি উপহার দিতে পারেন তিনি, যার মধ্যে অন্যতম এই সিক্যুয়েল। পাশাপাশি দেবের বক্তব্যে উঠে এসেছে ‘প্রজাপতি ২’-এর সাফল্যের কথাও, যা তাঁর কাছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তবে এসব আশ্বাসের মধ্যেই শনিবার রাত থেকে টলিপাড়ায় ছড়িয়ে পড়ে নতুন গুঞ্জন। শোনা যায়, স্ক্রিনিং কমিটি সংক্রান্ত এক ভোটাভুটিতে নাকি দেব সমর্থন সরিয়ে নিয়েছেন। আর সেই ঘটনার জেরেই ‘খাদান’-এর অন্যতম যৌথ প্রযোজক নিসপাল সিংহ রানে নাকি ছবির ভবিষ্যৎ নিয়ে সংশয়ে ভুগছেন। এমনকি একাধিক প্রযোজক এই মুহূর্তে দেবের পাশে নেই বলেও কানাঘুষা শোনা যাচ্ছে।
গুঞ্জনের আগুনে ঘি ঢালছে আরও কিছু আলোচনা। একদিকে বলা হচ্ছে, দেবের চাওয়া বাজেট আর প্রযোজকের পরিকল্পিত বাজেটের মধ্যে মিল নেই। নিসপাল নাকি ছবির পেছনে অতিরিক্ত অর্থ বিনিয়োগে রাজি নন। সেই সূত্রেই দেবকে অন্য অর্থলগ্নিকারীর খোঁজে নামার পরামর্শ দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে, পর্দার জনপ্রিয় চরিত্র ‘রঘু ডাকাত’-এর কিছু নীতি, বক্তব্য ও আচরণ নিয়ে ইন্ডাস্ট্রির একাংশ নাকি অস্বস্তিতে। সেই কারণেও দূরত্ব তৈরি হতে পারে বলে ফিসফাস।
এত কিছুর মধ্যেও প্রশ্ন উঠছে, প্রথম ‘খাদান’ কি সত্যিই বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি? ছবিটিকে ঘিরে সাফল্যের প্রচার থাকলেও, বাস্তব চিত্র নিয়ে ভিন্ন মতও শোনা যাচ্ছে। অথচ ২০২৪ ও ২০২৫ জুড়ে প্রায় সব পুরস্কার মঞ্চে ছবিটি পেয়েছে একাধিক স্বীকৃতি। ফেডারেশন আয়োজিত উৎকর্ষ সম্মান মঞ্চেও ‘খাদান’-এর কলাকুশলীরা ফিরেছেন পুরস্কার হাতে।
সব জল্পনার মাঝেই আবার অন্য ছবি দেখা গেছে। উৎকর্ষ সম্মান মঞ্চে সভাপতি স্বরূপ বিশ্বাসের মধ্যস্থতায় দেব ও পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আলিঙ্গনের দৃশ্য অনেক প্রশ্নের উত্তর না দিলেও কিছুটা স্বস্তি এনে দেয়। পাশাপাশি দেবের বিপরীতে ‘খাদান ২’-এ কোয়েল মল্লিকের সম্ভাব্য উপস্থিতির খবরও আগ্রহ বাড়িয়েছে।
তবে এই মুহূর্তে নিসপাল সিংহ রানে ফোনে অধরা, দেবও সরাসরি কোনো মন্তব্য করেননি। ফলে কোনটা গুঞ্জন আর কোনটা বাস্তব সংকট, তা স্পষ্ট নয়। রটনা সত্যি হলে দেবকে কি তাঁর পরিকল্পনা বদলাতে হবে, নাকি সব জল্পনা কাটিয়ে নির্ধারিত সময়েই শুরু হবে ‘খাদান ২’-এর যাত্রা সেই উত্তর খুঁজতেই এখন টলিপাড়ার চোখ ভবিষ্যতের দিকে।
আরপি/টিএ