নিজেদের পরবর্তী ম্যাচে নোয়াখালীর মুখোমুখি হওয়ার আগে সতর্ক বার্তা দিলেন রাজশাহী ওয়ারিয়র্সের সিনিয়র সহকারী কোচ রাজিন সালেহ। টি-টোয়েন্টি ক্রিকেটের অনিশ্চয়তার কথা মাথায় রেখে তিনি প্রতিপক্ষকে হালকাভাবে না নেওয়ার ওপর জোর দিয়েছেন এবং নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জেতার প্রত্যয় ব্যক্ত করেছেন।
বিপিএলে এপর্যন্ত দুইটি করে ম্যাচ খেলেছে রাজশাহী ও নোয়াখালী। প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচে হেরেছে রাজশাহী। দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে আছে রাজশাহী ওয়ারিয়র্স। অপরদিকে, দুই ম্যাচেই হেরেছে নোয়াখালী। দুই ম্যাচেই তাদের পারফরম্যান্স খারাপ ছিল। তবে নোয়াখালীকে সমীহ করছে রাজশাহী।
নোয়াখালীর বিপক্ষে ম্যাচ নিয়ে রাজশাহীর কোচ রাজিন সালেহ বলেন, "যদি প্রতিপক্ষ দল দেখেন, আমরা কাউকে ছোট করে দেখি না।"
টি-টোয়েন্টি ক্রিকেটের গতি-প্রকৃতি তুলে ধরে তিনি বলেন, "টি-টোয়েন্টি খেলা যেকোনো সময় যেকোনো মুহূর্তে যেকোনো জায়গায় পরিবর্তন হয়ে যায়।"
কোচ মনে করেন, এই ফরম্যাটে শেষ পর্যন্ত ভালো পারফর্ম করাই সাফল্যের মূল চাবিকাঠি। প্রতিপক্ষ যেই হোক না কেন, মাঠে যারা নিজেদের সেরাটা দিতে পারবে, জয় তাদেরই হবে। তিনি বলেন, "যে দলের খেলোয়াড়রা ভালো খেলবে, যে মাঠে যে ভালো খেলবে সেই ম্যাচ জিতবে।"
তবে প্রতিপক্ষকে সম্মান জানালেও, নিজেদের জয়ের লক্ষ্য থেকে সরে আসছেন না রাজিন সালেহ। তিনি দৃঢ়ভাবে জানান, তারা ম্যাচটি জেতার জন্যই মাঠে নামবেন। তিনি বলেন, "আর আমি অবশ্যই মনে করি যে আমরা তাকিয়ে আছি কালকে ম্যাচটা জেতার জন্য।"
রাজশাহী ওয়ারিয়র্স প্রতিপক্ষ নোয়াখালীকে সমীহ করছে এবং টি-টোয়েন্টির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। দলের কোচিং স্টাফের পক্ষ থেকে খেলোয়াড়দের প্রতি বার্তা পরিষ্কার, মাঠে নিজেদের সেরাটা দিতে হবে এবং কোনোভাবেই আত্মতুষ্টিতে ভোগা চলবে না।
এসকে/এসএন