বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে খেলছেন না ইমরুল কায়েস। তবে চলমান আসরে নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। বিপিএলে সিলেট টাইটান্সের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক এই ক্রিকেটার। তবে আসর শুরু হয়ে গেলেও এখনও পর্যন্ত দলটির সঙ্গে যোগ দিতে পারেননি তিনি।
সিলেট পর্বে দলের সঙ্গে তার যোগ দেওয়ার সম্ভাবনা আর নেই। ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া থেকে ফিরতে কিছুটা বাড়তি সময় লাগছে ইমরুলের। তবে সবকিছু ঠিক থাকলে চট্টগ্রাম পর্ব থেকে সিলেট দলের সঙ্গে যোগ দেবেন ইমরুল।
এদিকে সিলেটের স্কোয়াডেও এসেছে বেশ কিছু পরিবর্তন। দিন কয়েক আগে আফগানিস্তানের ওপেনার হজরতউল্লাহ জাজাইকে দলে ভিড়িয়েছিল সিলেট। মূলত শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও আমেরিকান ব্যাটার অ্যারন জোন্সের খেলা অনিশ্চিত হয়ে যাওয়ায় বদলি নিয়েছে তারা।
সিলেট টাইটান্স জানিয়েছিল, ব্যক্তিগত কারণ দেখিয়ে ম্যাথিউস টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। এছাড়া সংশ্লিষ্ট বোর্ড থেকে প্রয়োজনীয় ‘অনাপত্তিপত্র’ না পাওয়ায় জোন্স বিপিএলে অংশ নিতে পারবেন না।
এসকে/এসএন