রাশ্মিকা মন্দানার জন্য ২০২৫ ও ২০২৬ সাল যেন সোনালী অধ্যায় হয়ে উঠেছে। আনিমাল, পুশ্পা ২ এবং ছাওয়া সিনেমার ধারাবাহিক হিটের পর এই অভিনেত্রী এখন ভারতীয় সিনেমার শীর্ষ খেলোয়াড়দের মধ্যে। সূত্রের খবর, ২০২৬ সালের প্রতিটি ছবির জন্য তিনি ১০ কোটি রুপি বা তার বেশি পারিশ্রমিক দাবি করছেন, যা তাকে দেশের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত মহিলা অভিনেত্রীতে পরিণত করেছে।
শিল্পবিশেষজ্ঞদের মতে, প্রযোজকরা খুশি খুশি তার পারিশ্রমিক মেনে নিচ্ছেন, কারণ রাশ্মিকা কেবল টিকিটের কাটা নয়, পুরো প্যান-ইন্ডিয়ার ভক্তবৃন্দকে আকর্ষণ করতে সক্ষম। এছাড়া ফেব্রুয়ারি ২০২৬-এ বিজয় দেবরাকোন্ডার সঙ্গে বিয়ের পরিকল্পনা থাকলেও রাশ্মিকা কাজের ক্ষেত্রে কোনো বিলম্ব করছেন না। ব্যক্তিগত milestones এবং পেশাদারী উচ্চতাকে সমানভাবে সামলানোর পরিকল্পনা নিয়ে তিনি সত্যিই একটি স্টার সুপারস্টারের ভাবমূর্তিতে আছেন।
এমকে/টিএ