এক আফ্রিকান ফুটবলারের প্রেমে পড়েছেন বলিউডের ‘ড্যান্সিং কুইন’ নোরা ফাতেহি। প্রেমিককে কাছ থেকে দেখতে সম্প্রতি ‘আফ্রিকা কাপ অব ন্যাশন-২০২৫’র ফুটবল ম্যাচে অংশ নেন অভিনেত্রী।
মরক্কোতে পাড়ি দিয়ে একজন ফুটবলপ্রেমী হয়েই ম্যাচ উপভোগ করেন নোরা। সে মুহূর্তের বেশ কয়েকটি ছবি ও ভিডিও নিজের সামাজিক যোগাযোগ হ্যান্ডেলে শেয়ার করেন।
ক্যাপশনে লেখেন, খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল। তবে বিরতির পর আমাদের ছেলেরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
নোরার এই ‘আমাদের ছেলেরা’ কথাই নেটদুনিয়ায় উসকে দেয় তার প্রেমের গুঞ্জন। দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেন নেটিজেন ও নোরা ভক্তরা।
তাদের দাবি, ম্যাচ দেখা নোরার ছিল নিছকই অজুহাত। আসল আকর্ষণ লুকিয়ে ছিল মাঠের ভেতরে। নোরার বিশেষ মানুষ সেই ম্যাচেই খেলছিলেন।তবে নোরার হৃদয় জুড়ে কে সেই রহস্যময় ফুটবলার তা এখনো জানা যায়নি। তাই সবই এখন আপাতত রয়েছে জল্পনার আড়ালে।
প্রসঙ্গত, সর্বশেষ নোরা ফাতেহি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা‘উফ ইয়ে সিয়াপা’। চলতি বছরের ৫ সেপ্টেম্বর মুক্তি পাওয়া জি.অশোক পরিচালিত সিনেমায় নোরার সঙ্গে অভিনয় করেন সোহম শাহ, নুশরাত ভারুচ্চা, ওমকার কাপুরসহ আরও অনেকে।
এমআর/টিএ