লম্বা ছয় বছরের নীরবতার পর ফের আলোচনায় অর্জুন চক্রবর্তী। শীতের শেষে যেন শীতঘুম ভেঙেছে বর্ষীয়ান এই অভিনেতার। ধাক্কাপাড় ধুতি, সুতোর কাজ করা পাঞ্জাবি আর হাতে ছড়ি—বছরশেষে এমনই বনেদি জমিদার রূপে ধরা দিলেন তিনি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে পর্দায় ফিরছেন তপন সিংহের প্রিয় এই অভিনেতা।
সব ঠিক থাকলে আগামী বছরের ৪ জানুয়ারি থেকে উইন্ডোজ প্রযোজনার এই ছবির শুটিং শুরু হবে। ইতিমধ্যেই হয়েছে অর্জুন চক্রবর্তীর লুক সেট। এক গণমাধ্যমকে অভিনেতা নিজেই জানিয়েছেন, এই ছবিতে তাঁর চরিত্র তাঁরই সমবয়সি এক জমিদার। সাজপোশাক থেকে শরীরী ভাষা সব মিলিয়ে রাজকীয় ভাবেই গড়ে তোলা হচ্ছে চরিত্রটি।
অভিনেতার কথায়, ইচ্ছাকৃত ভাবেই তিনি এতদিন অভিনয় থেকে দূরে ছিলেন। বরাবরই ভালো ছবিতে কাজ করেছেন বলে যে কোনও চরিত্রে নিজেকে মেলে ধরতে চাননি। নন্দিতা-শিবপ্রসাদের সঙ্গে প্রায় তিন দশকের বন্ধুত্ব থাকলেও এই প্রথম তাঁদের পরিচালনায় কাজ করছেন তিনি। গল্প শোনার পর আর না বলতে পারেননি অভিনেতা। উল্লেখযোগ্য, এই পরিচালকজুটি বরাবরই বর্ষীয়ান শিল্পীদের আলাদা গুরুত্ব দিয়ে থাকেন। তার আগেও তাঁদের ছবিতে অভিনয়ে ফিরেছিলেন দীপঙ্কর দে।
পর্দার জমিদারবাবু বাস্তবে কতটা রঙিন, সে প্রশ্নে অভিনেতা চুপ থাকলেও সূত্রের খবর বেশ চমকপ্রদ। ছবিতে অর্জুন চক্রবর্তীর চরিত্রটি নাকি যথেষ্ট বর্ণময়। দু’টি বিয়ে করেছেন তিনি, তৃতীয় বার বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতিও চলছে। পাশাপাশি রয়েছে এক রক্ষিতার উপস্থিতি। তাঁর দুই স্ত্রীর ভূমিকায় দেখা যাবে রাইমা সেন ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে। জানা গেছে, একই দিনে লুক সেটের ডাক পেয়েছেন কনীনিকাও। ছোটপর্দায় নিয়মিত সঞ্চালনার ফাঁকে এই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ে রাজি হয়েছেন তিনি।
সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই অর্জুন চক্রবর্তীর এই প্রত্যাবর্তন নিয়ে বাড়ছে কৌতূহল। অভিজ্ঞ অভিনয়, জটিল সম্পর্ক আর বনেদি আবহ—সব একসঙ্গে মিলিয়ে দর্শকের সামনে আসতে চলেছে এক অন্যরকম গল্প।
এমকে/টিএ