সিলেটের নতুন এক 'পোস্টার বয়'! অদ্ভুত ভঙ্গিতে পোজ দেওয়া ছবি দিয়ে পোস্টার ও বিলবোর্ড বানিয়ে পুরো সিলেট নগরী ভরে ফেলেছেন তিনি। অনেকেই জানেন না কে এই ব্যক্তি, তাঁর বাড়ি কোথায় কিংবা হঠাৎ কোথা থেকে তাঁর এই আগমন?
পোস্টারগুলোতে বিপিএল বা খেলার কথা উল্লেখ থাকলেও সেখানে খেলার কোনো আবহ নেই; বরং প্রাধান্য পেয়েছে তাঁর নিজের বড় বড় ছবি। নগরীর বিভিন্ন মোড় ও সড়ক বিভাজক (মিডিয়ান) এখন এসব পোস্টার-ব্যানারের আবর্জনায় সয়লাব। এমনকি বৈদ্যুতিক খুঁটি ও গাছের মগডালে ঝুলে আছে 'ফাহিম আল ইসহাক' নামের এই ব্যক্তির অদ্ভুত সব পোস্টার।
বিষয়টি নিয়ে অনেক নগরবাসী বিস্ময় প্রকাশ করেছেন। তাঁদের মতে, এই ব্যক্তির পরিচয় বা তাঁর উদ্দেশ্য সম্পর্কে সাধারণ মানুষের কোনো ধারণা নেই। হুট করে নগরীর যত্রতত্র এসব পোস্টার সাঁটিয়ে পরিবেশ ও সৌন্দর্য নষ্ট করা হচ্ছে। নিজের প্রচারের জন্য পোস্টারের বিশাল অংশ জুড়ে চশমা ও রঙিন টাই-স্যুট পরে হাজির হয়েছেন তিনি।
পোস্টারে তাঁর পরিচয় হিসেবে লেখা রয়েছে 'উপদেষ্টা, সিলেট টাইটান্স'। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে যেখানে তাঁকে বলতে শোনা যায়, "বিপিএলকে আমার গোনার সময় নেই, আমি আইপিএল নিয়ে চিন্তা করি।" এছাড়াও তিনি ঘোষণা দিয়েছেন, সিলেট টাইটান্স সেমিফাইনালে উঠলে বিদেশি তারকা খেলোয়াড়দের আনার জন্য তিনি 'ব্ল্যাঙ্ক চেক' (ফাঁকা চেক) দেবেন।
বিগত বছরগুলোতে বিপিএলের বিভিন্ন দলের মালিক বা উপদেষ্টাদের বিরুদ্ধে খেলোয়াড়দের পারিশ্রমিক না দিয়ে সটকে পড়ার অভিযোগ উঠেছে বারবার। ফলে ক্রিকেটের সঙ্গে আগে কোনো সম্পৃক্ততা না থাকা ফাহিম আল ইসহাকের এমন হুট করে আসা এবং অদ্ভুত মন্তব্য নিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে নানা সন্দেহ দানা বাঁধছে। শেষ পর্যন্ত তিনি তাঁর কথা রাখবেন কি না, সেটাই এখন দেখার বিষয়ে
ইন্টারনেট ও বিভিন্ন সূত্রের তথ্যমতে, ফাহিম যুক্তরাজ্য এবং মধ্যপ্রাচ্যভিত্তিক একজন ব্যবসায়ী। কেউ কেউ তাঁকে 'বিজনেস টাইকুন' হিসেবে অভিহিত করলেও অনেক দেশেই তাঁর দৃশ্যমান কোনো ব্যবসার হদিস পাওয়া যায় না।
সিলেটের স্থানীয় সূত্রগুলো বলছে, ফাহিম আল ইসহাক তাঁদের কাছে এক রহস্যময় ব্যক্তি। দামি গাড়ি বা মোটরসাইকেল নিয়ে শোডাউন দেওয়া, নিজের বিশালাকার ছবি দিয়ে পোস্টার-ব্যানার টানানো এবং সেগুলো ফেসবুকে 'বুস্ট' করে মানুষের কাছে পৌঁছানোই যেন তাঁর প্রধান লক্ষ্য। এবার সেই ধারায় তিনি যুক্ত হয়েছেন বিপিএলের সিলেট ফ্র্যাঞ্চাইজির উপদেষ্টা হিসেবে।
চলতি বিপিএলে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে সিলেট। ঘরের মাঠে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে তারা। আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে সিলেটের এই ফ্র্যাঞ্চাইজিটি।
এসএন