ইউটিউব ভিউয়ে শীর্ষে জোভান-তটিনীর নাটক

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী চমক দেখিয়ে চলেছেন। সময়ের আলোচিত অভিনেত্রী বছরজুড়েই ‘ধীরে চলো’ নীতিতে চলেন। দীর্ঘ সময় নিয়ে শুটিং করেন। একটি নাটকের শুটিং শেষ করেই নেন বিরতি। আগের মতো একসঙ্গে একের পর এক নাটকে আর অভিনয় করেন না তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তটিনী বলেন, গত দুই বছর একের পর এক কাজ করেছি। সংখ্যা ছিল বেশি। পরে মনে হলো— এবার থামা উচিত। যে কারণে চলতি বছর গল্প বাছবিচার করেই অভিনয় করেছি। সেটার দারুণ ফল পেলাম, বেশিরভাগ নাটক দর্শক পছন্দ করেছেন। এটাই মনে হলো— আমাকে ভালো গল্পে কাজ করতে হবে। পাশাপাশি শিখতে পারলাম, ভালো কাজের জন্য মেকিং, টিমওয়ার্ক— সবার পারফরম্যান্স খুবই গুরুত্বপূর্ণ। এ সিদ্ধান্ত নিতে শিখলাম— সংখ্যা নয়, মানটাই আসল।

তিনি বলেন, আমি বিশ্বাসই করতে পারিনি, আমাদের নাটকের অল্প সময়ে এতটা ভিউ হবে, রেকর্ড গড়বে। বরং আরও চিন্তায় ছিলাম, 'হৃদয় গভীরে' নাটক ৯৬ মিনিটের গল্প কি দর্শক দেখবেন? প্রত্যাশার চেয়ে অনেক বেশি কিছু পেয়েছি। তবে একটা কথাই মনে হয়েছে— আমি সঠিক পথেই আছি। আমার সিদ্ধান্ত ঠিক।

অভিনেত্রী বলে, চলতি বছর রাজনীতির নানা খবরের ভিড়ে ইউটিউবে আগের মতো নাটকের ভিউ হচ্ছিল না। সেখানে প্রথম দিনেই ভিউ ৩০ লাখ ছাড়িয়ে যায়। এখনো আলোচনায় 'হৃদয় গভীরে'। দুই সপ্তাহের ব্যবধানে বর্তমানে নাটকটির ভিউ দুই কোটি। নাটকটিতে তটিনীর বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। পরিচালনায় রুবেল হাসান।

মিজানুর রহমান আরিয়ানের সুহাসিনী দিয়ে জোভান-তটিনী জুটির শুরু। যদিও দর্শকপ্রিয়তা থাকলেও জুটি হিসেবে নিয়মিত নন জোভান ও তটিনী। কখনো বছর, কখনো মাস কয়েক বিরতির পরই তাদের পর্দায় দেখা যায়। সে নাটকেই তটিনী হয়ে ওঠেন দর্শকদের প্রিয় ‘সুহাসিনী’। তবে এ সফলতার পরও প্রায় এক বছর একসঙ্গে কোনো নাটকে কাজ করেননি তারা। 'একটাই তুমি' নাটকে দুজনকে আবার পাওয়া যায়। একে একে তাদের প্রতিটি কাজই দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নেয়। শুধু দর্শক নন, জোভানের নিজেরও এসব নাটক প্রিয়।
জোভানের প্রশংসায় পঞ্চমুখ তটিনী বলেন ‘আমি কিন্তু জোভানের অনেক জুনিয়র। সেখানে তিনি সবসময়ই শুটিংয়ে দারুণ সহযোগিতা করেন। অভিনয়ে পুরো জায়গা দেন। তিনি দারুণ অভিনেতা। সততার সঙ্গে কাজ করেন। বলা যায়, আমার সব সহশিল্পীই অনেক ভালো।

এ প্রসঙ্গে জোভান বলেন, আমার আর তটিনীর কাজগুলো আমি নিজেও উপভোগ করি। এর মধ্যে আমার পছন্দের নাটক 'তোমাদের গল্প' পরিচালক মোস্তফা কামাল রাজ ভাইয়ের কাজ। সাড়ে তিন কোটির মতো ভিউ হয়েছে। হৃদয়ের এক কোণে, ভিতরে বাহিরে—এ কাজগুলোর নিজেও আমি দর্শক।

উল্লেখ্য, জোভান-তটিনী জুটির তিন নাটক মুক্তির অপেক্ষায় রয়েছে। মোস্তফা কামালের 'সম্পর্কের গল্প', ইমরাউল রাফাতের 'মন ফড়িং' এবং জাহিদুল সুজনের 'কসম'। সবকটি গল্পই দর্শকদের ভিন্ন অনুভূতি দেবে বলে জানালেন এ তারকা জুটি।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

শান্তি চুক্তির পর ইউক্রেনকে ১৫ বছর নিরাপত্তার গ্যারান্টি যুক্তরাষ্ট্রের Dec 30, 2025
সার্বভৌমত্ব রক্ষায় তাইওয়ান ঘিরে চীনের নতুন রণপ্রস্তুতি ও মহড়া | Dec 30, 2025
ভারতীয় অপারেশন সিঁদুরের জেরে ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করল পাকিস্তান Dec 30, 2025
ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা Dec 30, 2025
এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, অংশ নেবেন না নির্বাচনে Dec 30, 2025
স্মৃতিকাতর সাফা, নেটিজেনদের মন জয় Dec 30, 2025
চট্টগ্রাম রয়্যালসকে ৭ উইকেটে হারাল রংপুর রাইডার্স Dec 30, 2025
img
ফের একসঙ্গে রণবীর সিং ও আলিয়া ভাট, আসছে নতুন ছবি Dec 30, 2025
img
প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সজল ও অপু বিশ্বাস Dec 30, 2025
img
শাহরুখ সালমান আমিরের পর কে, প্রশ্নে বলিউড? Dec 30, 2025
img
নির্বাচনে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে হবে: আইজিপি Dec 30, 2025
img
বুড়িগঙ্গার পানি নিয়ে আক্ষেপ মোশাররফ করিমের Dec 30, 2025
img
জকসু নির্বাচন আজ, ক্যাম্পাসে উৎসবের আমেজ Dec 30, 2025
img
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ১৬৪২ মামলা Dec 30, 2025
img
ইউটিউব ভিউয়ে শীর্ষে জোভান-তটিনীর নাটক Dec 30, 2025
img
সুষ্ঠু ভোট হলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত : শহিদুল ইসলাম বাবুল Dec 30, 2025
img
খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন: ডা. জাহিদ Dec 30, 2025
img
তেলেঙ্গানায় ১০ হাজার কোটি টাকার বিনিয়োগে সালমান খান ! Dec 30, 2025
img
খালেদা জিয়াকে দেখে হাসপাতাল ছাড়লেন তারেক রহমান Dec 30, 2025
img
২৩ পরিচালকের সঙ্গে ২৩ হিট, বলিউডে সালমানের অনন্য রেকর্ড Dec 30, 2025