বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী চমক দেখিয়ে চলেছেন। সময়ের আলোচিত অভিনেত্রী বছরজুড়েই ‘ধীরে চলো’ নীতিতে চলেন। দীর্ঘ সময় নিয়ে শুটিং করেন। একটি নাটকের শুটিং শেষ করেই নেন বিরতি। আগের মতো একসঙ্গে একের পর এক নাটকে আর অভিনয় করেন না তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তটিনী বলেন, গত দুই বছর একের পর এক কাজ করেছি। সংখ্যা ছিল বেশি। পরে মনে হলো— এবার থামা উচিত। যে কারণে চলতি বছর গল্প বাছবিচার করেই অভিনয় করেছি। সেটার দারুণ ফল পেলাম, বেশিরভাগ নাটক দর্শক পছন্দ করেছেন। এটাই মনে হলো— আমাকে ভালো গল্পে কাজ করতে হবে। পাশাপাশি শিখতে পারলাম, ভালো কাজের জন্য মেকিং, টিমওয়ার্ক— সবার পারফরম্যান্স খুবই গুরুত্বপূর্ণ। এ সিদ্ধান্ত নিতে শিখলাম— সংখ্যা নয়, মানটাই আসল।
তিনি বলেন, আমি বিশ্বাসই করতে পারিনি, আমাদের নাটকের অল্প সময়ে এতটা ভিউ হবে, রেকর্ড গড়বে। বরং আরও চিন্তায় ছিলাম, 'হৃদয় গভীরে' নাটক ৯৬ মিনিটের গল্প কি দর্শক দেখবেন? প্রত্যাশার চেয়ে অনেক বেশি কিছু পেয়েছি। তবে একটা কথাই মনে হয়েছে— আমি সঠিক পথেই আছি। আমার সিদ্ধান্ত ঠিক।
অভিনেত্রী বলে, চলতি বছর রাজনীতির নানা খবরের ভিড়ে ইউটিউবে আগের মতো নাটকের ভিউ হচ্ছিল না। সেখানে প্রথম দিনেই ভিউ ৩০ লাখ ছাড়িয়ে যায়। এখনো আলোচনায় 'হৃদয় গভীরে'। দুই সপ্তাহের ব্যবধানে বর্তমানে নাটকটির ভিউ দুই কোটি। নাটকটিতে তটিনীর বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। পরিচালনায় রুবেল হাসান।
মিজানুর রহমান আরিয়ানের সুহাসিনী দিয়ে জোভান-তটিনী জুটির শুরু। যদিও দর্শকপ্রিয়তা থাকলেও জুটি হিসেবে নিয়মিত নন জোভান ও তটিনী। কখনো বছর, কখনো মাস কয়েক বিরতির পরই তাদের পর্দায় দেখা যায়। সে নাটকেই তটিনী হয়ে ওঠেন দর্শকদের প্রিয় ‘সুহাসিনী’। তবে এ সফলতার পরও প্রায় এক বছর একসঙ্গে কোনো নাটকে কাজ করেননি তারা। 'একটাই তুমি' নাটকে দুজনকে আবার পাওয়া যায়। একে একে তাদের প্রতিটি কাজই দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নেয়। শুধু দর্শক নন, জোভানের নিজেরও এসব নাটক প্রিয়।
জোভানের প্রশংসায় পঞ্চমুখ তটিনী বলেন ‘আমি কিন্তু জোভানের অনেক জুনিয়র। সেখানে তিনি সবসময়ই শুটিংয়ে দারুণ সহযোগিতা করেন। অভিনয়ে পুরো জায়গা দেন। তিনি দারুণ অভিনেতা। সততার সঙ্গে কাজ করেন। বলা যায়, আমার সব সহশিল্পীই অনেক ভালো।
এ প্রসঙ্গে জোভান বলেন, আমার আর তটিনীর কাজগুলো আমি নিজেও উপভোগ করি। এর মধ্যে আমার পছন্দের নাটক 'তোমাদের গল্প' পরিচালক মোস্তফা কামাল রাজ ভাইয়ের কাজ। সাড়ে তিন কোটির মতো ভিউ হয়েছে। হৃদয়ের এক কোণে, ভিতরে বাহিরে—এ কাজগুলোর নিজেও আমি দর্শক।
উল্লেখ্য, জোভান-তটিনী জুটির তিন নাটক মুক্তির অপেক্ষায় রয়েছে। মোস্তফা কামালের 'সম্পর্কের গল্প', ইমরাউল রাফাতের 'মন ফড়িং' এবং জাহিদুল সুজনের 'কসম'। সবকটি গল্পই দর্শকদের ভিন্ন অনুভূতি দেবে বলে জানালেন এ তারকা জুটি।
এবি/টিকে