তিন দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সিনেমাকে একচ্ছত্রভাবে শাসন করেছেন শাহরুখ খান, সালমান খান ও আমির খান। তাঁরা শুধু সফল ছবি দেননি, বরং একেকটি যুগের প্রতিনিধিত্ব করেছেন। গণদর্শকের উন্মাদনা থেকে শুরু করে সাংস্কৃতিক প্রভাব, সব ক্ষেত্রেই এই তিন খান হয়ে উঠেছিলেন আলাদা এক আন্দোলনের নাম। তাঁদের ছবি মানেই উৎসব, প্রজন্মের পর প্রজন্ম যাঁদের সঙ্গে বেড়ে উঠেছে।
দুই হাজার বিশের দশকে এসে সেই প্রশ্নই ঘুরে ফিরে আসছে, বলিউড কি আবার এমন কোনো অটুট ত্রয়ী পাবে। আলোচনায় উঠে আসছেন রণবীর কাপুর, রণবীর সিং ও বিকি কৌশল। অভিনয়দক্ষতা ও তারকাখ্যাতিতে রণবীর কাপুরকে অনেকেই সবচেয়ে কাছাকাছি মনে করছেন।
রণবীর সিংয়ের উচ্ছ্বলতা ও ভরপুর উপস্থিতি তাঁকে আলাদা করে তুললেও সাম্প্রতিক বক্স অফিস ফলাফল নিয়ে প্রশ্ন রয়েছে। অন্যদিকে বিকি কৌশল প্রশংসিত অভিনয় থেকে সর্বভারতীয় পরিচিতি পেলেও গণউন্মাদনার পরীক্ষায় এখনও নিজেকে পুরোপুরি প্রমাণ করতে পারেননি।
আগামী দিনে ধুরন্ধর টু, রামায়ণ ও মহাবতার-এর মতো বড় বাজেটের ছবিতে এই তিন অভিনেতার পথচলা অনেক কিছু নির্ধারণ করবে। তবে সত্যিই কি তাঁরা খানের মতো যুগের মালিক হতে পারবেন, নাকি বলিউড চিরকালই সেই ছায়ার পেছনে ছুটবে, সেটাই এখন বড় প্রশ্ন।