চীনের জনগণ সর্বদা সর্বোচ্চ সম্মানের সঙ্গে বেগম জিয়াকে স্মরণ করবে: চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চীন। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দেশটি আগামীতেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো এক শোকবার্তায় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, খালেদা জিয়ার মৃত্যুতে চীনের শীর্ষ নেতৃত্ব গভীরভাবে মর্মাহত। তিনি শোকবার্তায় খালেদা জিয়াকে বাংলাদেশের স্বাধীনতা ও রাজনৈতিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখা এক নিবেদিতপ্রাণ নেতা হিসেবে উল্লেখ করেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পৃথক শোকবার্তায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে গভীর সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন। তার দৃঢ় মনোবল, সাহসিকতা ও নেতৃত্ব দেশের জনগণকে দীর্ঘদিন ধরে অনুপ্রাণিত করেছে। চীনা জনগণের একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তার অবদান ছিল অনস্বীকার্য।

রাষ্ট্রদূত আরও বলেন, চীনা জনগণ সর্বদা কৃতজ্ঞতা ও সর্বোচ্চ সম্মানের সঙ্গে বেগম খালেদা জিয়াকে স্মরণ করবে। পাশাপাশি শোকবার্তায় উল্লেখ করা হয়, কমিউনিস্ট পার্টি অব চায়না ভবিষ্যতেও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সঙ্গে তাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখবে।

চীনা রাষ্ট্রদূত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে তার পরিবারের সদস্য এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের উন্নয়ন ও চীন–বাংলাদেশ মৈত্রী সুদৃঢ়করণে খালেদা জিয়ার অবদান ভবিষ্যতেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ শোক প্রকাশ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে তার মৃত্যুর সংবাদ।

এর আগে মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আর্চারকে নিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা ইংল্যান্ডের Dec 30, 2025
img
খালেদা জিয়ার মৃত্যুতে ডিএমটিসিএলের শোক Dec 30, 2025
img
অদম্য সাহসের প্রতীক ছিলেন খালেদা জিয়া : বাউবি উপাচার্য Dec 30, 2025
img
আজহার মাহমুদের সঙ্গে চুক্তি বাতিল পিসিবির Dec 30, 2025
img
খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাহুল গান্ধী Dec 30, 2025
img
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির গুলশান কার্যালয়ে শোকবই খোলা হয়েছে Dec 30, 2025
img
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে তাসনিম জারার ফেসবুক পোস্ট Dec 30, 2025
img
খালেদা জিয়া ছিলেন অটল ও দুর্নিবার : হামিন আহমেদ Dec 30, 2025
img
খালেদা জিয়া আজীবন জনসেবার এক উত্তরাধিকার রেখে গেছেন : নেপালের প্রধানমন্ত্রী Dec 30, 2025
img
হারের হতাশা দিয়ে সৌরভ গাঙ্গুলির কোচিং শুরু Dec 30, 2025
img
খালেদা জিয়ার মৃত্যুতে চিত্রনায়িকা পরীমনির শোক প্রকাশ Dec 30, 2025
img
বড় দুঃসময়ে বিদায় নিলেন বেগম খালেদা জিয়া: জয়া আহসান Dec 30, 2025
img
পেছালো শাকিব খানের ‘সোলজার’,মুক্তি অনিশ্চিত Dec 30, 2025
img
বেগম খালেদা জিয়ার প্রয়াণে মাশরাফি বিন মর্তুজার শোক প্রকাশ Dec 30, 2025
img
বেগম জিয়ার জানাজা পড়াবেন বাইতুল মোকাররমের খতিব Dec 30, 2025
img
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ডাকসুর দোয়া মাহফিল Dec 30, 2025
img
জাতি হারিয়েছে একজন অভিভাবক: হানিফ সংকেত Dec 30, 2025
img
খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক গেজেট জারি Dec 30, 2025
img
রাষ্ট্রীয় শোকে সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা Dec 30, 2025
img
দেশের মানুষই ছিল তার পরিবার, অস্তিত্ব : তারেক রহমান Dec 30, 2025