ইউক্রেনকে আগামী ১৫ বছর নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) ফ্লোরিডায় ‘রিভাইসড পিস প্ল্যান’ বা সংশোধিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার সময় এই প্রস্তাব দেওয়া হয়।
সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, সমস্যার মধ্যে রয়েছে ইউক্রেনের ডনবাস অঞ্চল। রাশিয়া পুরো অঞ্চলটি নিয়ন্ত্রণ করতে চায়। বর্তমানে দনেৎস্ক অঞ্চলের প্রায় ৭৫ শতাংশ এবং লুহানস্কের ৯৯ শতাংশ রাশিয়ার নিয়ন্ত্রণে আছে।
ট্রাম্প বলেছেন, নিরাপত্তা বিষয়ক সমঝোতায় প্রায় ৯৫ শতাংশ অগ্রগতি হয়েছে। অপরদিকে জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ১৫ বছরের জন্য ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তাব দিয়েছে। তবে ইউক্রেন ৫০ বছরের বিকল্পও চেয়েছে এবং চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে এটি কার্যকর হওয়ার আশা জানিয়েছে।
ভলোদিমির জেলেনস্কি বলেন, ভূখণ্ড এবং রাশিয়ার দখলে থাকা জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, এই দু'টো বিষয় এখনও অমীমাংসিত রয়েছে। ইউক্রেনের ডনবাস অঞ্চল নিয়েও খুব একটা আলোচনা হয়নি।
রাশিয়া আগে সংশোধিত শান্তি পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশগুলো প্রত্যাখ্যান করেছিল। তবে সোমবার ক্রেমলিনের একজন মুখপাত্র ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের সাথে একমত হন যে শান্তি খুব সন্নিকটে। রাশিয়ার সংবাদ সংস্থা তাস এ খবর জানিয়েছে।
আরআই/টিএ