গ্ল্যামারের আলোঝলমলে জগতে থেকেও আত্মসম্মান ও ব্যক্তিত্ব অটুট রাখা যায় এমন বার্তাই দিলেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি জানালেন, ফ্যাশনের ট্রেন্ড নয়, বরং একজন মানুষের পোশাক, আচরণ ও সিদ্ধান্তই তার প্রকৃত ব্যক্তিত্বকে তুলে ধরে।
কোয়েল মল্লিকের ভাষ্য, তিনি কী পোশাক পরবেন বা কী করবেন, তা সম্পূর্ণ তার নিজস্ব পছন্দ ও মূল্যবোধের বিষয়। গ্ল্যামার জগতে কাজ করলেও নিজস্ব ডিগনিটি বজায় রাখার ক্ষেত্রে তিনি কোনো আপস করেন না। তার মতে, ট্রেন্ডের পেছনে ছোটা নয়, বরং নিজের স্বাচ্ছন্দ্য, রুচি ও আত্মসম্মানই একজন মানুষের পরিচয় গড়ে তোলে।
দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকা এই অভিনেত্রী বরাবরই পরিমিত ও মার্জিত উপস্থিতির জন্য পরিচিত। ব্যক্তিগত জীবন হোক কিংবা পর্দার বাইরে উপস্থিতি সব ক্ষেত্রেই নিজের সীমারেখা স্পষ্ট রেখেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই বক্তব্য প্রকাশের পর ভক্তদের একাংশ প্রশংসা করেছেন এই স্পষ্ট ও আত্মবিশ্বাসী অবস্থানের জন্য।
বর্তমান সময়ে বিনোদন জগতে তারকাদের পোশাক ও জীবনযাপন নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলে। সেই প্রেক্ষাপটে কোয়েল মল্লিকের এমন বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, এই মন্তব্য তরুণ প্রজন্মের জন্য একটি শক্ত বার্তা, যেখানে বাহ্যিক চাকচিক্যের চেয়ে ব্যক্তিত্ব ও আত্মমর্যাদাকে গুরুত্ব দেওয়ার কথা উঠে এসেছে।
আরপি/এসএন