বলিউড অভিনেতা আমির খানের মেয়ে ইরা খান দীর্ঘদিন ভুগেছেন নানা শারীরিক সমস্যায়। সম্প্রতি ইরা জানিয়েছেন, শারীরিক গঠনের জন্য লড়াই করেছেন তিনি। এক ভিডিও বার্তায় ইরাকে বলতে শোনা গেছে, তিনি এই অনুভূতি জনসমক্ষে ভাগ করে নিতে একটু ভয় পেয়েছিলেন। তবে তিনি মনে করেন যে এই বিষয়ে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ।
ভিডিও বার্তায় তিনি বলেন, ‘হ্যাঁ, আমি মোটা। ২০২০ সাল থেকে আমি কখনও নিজেকে মোটা, কখনো অযোগ্য, কখনও প্রয়োজনের চেয়েও বেশি ওজনের বলে মনে করেছি। অবশ্যই অনেক কিছু বিষয় আছে যা আমাকে এখনও বুঝতে হবে। আবার অনেক মানুষের অযাচিত মন্তব্যে বেশি করে মনে হয়েছে।’
ইরা আরও জানিয়েছেন, কেন তিনি এখন এই বিষয়ে খোলামেলা কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন। তার কথায়, ‘আমি অন্তত কিছুটা পজিটিভ পরিবর্তন নিজের মধ্যে অনুভব করছি।’
‘সেই কারণেই আমি এই বিষয়টি নিয়ে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি। আমি হয়তো ডিপ্রেশন সম্পর্কে কথা বলার সময়ে যতটা খোলামেলা এবং আত্মবিশ্বাসী ছিলাম ততটা নই। একটু ভয় হতো এই বিষয়গুলো নিয়ে কথা বলতে।’
ইরার কথায়, ‘আমি এতটাই ডিপ্রেশনের সঙ্গে লড়াই করেছি যে বন্ধুদের জীবনের কোনও ভালো সময়ে অংশ নিতে চাইতাম না। সমস্ত অনুষ্ঠান এড়িয়ে যেতাম। তবে এখন আমি এই বিষয়ে কথা বলতে চাই।’
শেষে বলেন, ‘আমি যা ভাবি, আমি কী ভাবছি, আমি কী নিয়ে লড়াই করেছি এবং এখনও লড়াই করছি, সব কিছু খুলে বলার চেষ্টা করতে চাই। আমি আশা করি এই বিষয়টি আমায় সাহায্য করবে। যদি এই বিষয়টি আপনাকেও সাহায্য করে, তাহলে বলব সেটা একটা বোনাস।’
আরআই/টিএ