নতুন বছরকে ঘিরে আনন্দের শুরুতেই হাজির হতে চলেছে অঙ্কুশ হাজরার নতুন ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’। তবে সম্প্রতি ট্রেলার লঞ্চের সময় ঘটে গেল এমন ঘটনা, যা দর্শক ও নেটিজেনদের জন্য হয়ে উঠল চমকপ্রদ। অনুষ্ঠানে অঙ্কুশকে হাত-মুখ বেঁধে প্রায় তুলে নিয়ে গেলেন সহঅভিনেত্রী ঐন্দ্রিলা। ঘটনাটি যতটা মজার, ততটাই হাস্যরসের মুহূর্ত সৃষ্টি করেছে।
অঙ্কুশের চরিত্রের সঙ্গে সিনেমার শিরোনাম পুরোপুরি মিল খায়। যে চরিত্রটি জটিল ও চতুর, তা অভিনেতা নিজেও প্রকাশ করেছেন। সুন্দরী মেয়েদের দেখলেই কুপোকাত হওয়ার সম্ভাবনা এড়াতে ঐন্দ্রিলা এই অভিনব কৌশল অবলম্বন করেন। একই সঙ্গে মঞ্চে উপস্থিত দেবরাজকেও এই পদ্ধতিতে নিয়ন্ত্রণে আনা হয়। এই মজার ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনরা হেসে কুপোকাত হন।
ছবির গল্প মূলত অঙ্কুশের চরিত্র ঝন্টুর আশপাশের নারীদের মন বোঝার অসাধ্য সাধনের চেষ্টাকে কেন্দ্র করে আবর্তিত। পরিচালক সুমিত সাহিলের নির্দেশনায়, রম-কম ধাঁচের এই ছবিতে অঙ্কুশ ও ঐন্দ্রিলার পারফরম্যান্স দর্শকদের বিনোদনে ভরিয়ে তুলবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত ও ইপ্সিতা মুখোপাধ্যায়কে। প্রযোজনা করছে অঙ্কুশের নিজস্ব প্রযোজনা সংস্থা, আর মুক্তি পাবে নতুন বছরের শুরুতেই।
আরপি/এসএন