সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি।
বাংলাদেশ সরকারের কাছে পাঠানো পৃথক দুটি বার্তায় তারা জাপান ও বাংলাদেশের মধ্যে মৈত্রীর দৃঢ় ভিত্তি স্থাপনে খালেদা জিয়ার অসামান্য অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন এবং তার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানান।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তার শোকবার্তাটি পাঠিয়েছেন। অন্যদিকে, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে পৃথক শোকবার্তা প্রেরণ করেছেন। কূটনৈতিক বার্তার পাশাপাশি জাপানের গণমাধ্যমগুলোতেও খালেদা জিয়ার মৃত্যুর খবর অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়েছে।
দেশটির শীর্ষ ইংরেজি দৈনিক 'জাপান টাইমস' বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে একাধিক ছবিসহ এই সংবাদ প্রকাশ করেছে। জাপানের অন্যতম প্রধান জাতীয় দৈনিক 'মায়নিচি শিম্ভুন' তাদের অনলাইন সংস্করণে বার্তা সংস্থা এপির বরাত দিয়ে খালেদা জিয়ার মৃত্যুসংবাদটিকে প্রধান আন্তর্জাতিক খবর হিসেবে স্থান দিয়েছে। এ ছাড়া এনএইচকে-সহ জাপানের প্রধান প্রধান টেলিভিশন চ্যানেলগুলোতেও তার মৃত্যুর খবর সম্প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) সকাল ছয়টায় ইন্তেকাল করেন। তার জানাজা কাল বুধবার (৩১শে ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে এবং এরপর তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
এবি/টিকে