কল্পনা ও ভৌতিক আবহের বিশাল আয়োজনে নির্মিত ছবি ‘দ্য রাজা সাব’ কেবল দৃশ্যের জাঁকজমকেই ভরসা করেনি; ছবির শক্তির বড় অংশ জুড়ে আছেন এর তিন প্রধান নারী চরিত্র। মালাভিকা মোহনান, নিধি আগারওয়াল ও ঋদ্ধি কুমার, এই তিনজনকে ঘিরেই ছবির আকর্ষণের আরেকটি স্তর তৈরি হয়েছে। তাঁদের আত্মবিশ্বাসী উপস্থিতি, ব্যক্তিত্বময় আবেদন ও সংযত সৌন্দর্য একত্রে ছবির পর্দাকে করে তুলেছে আরও প্রাণবন্ত।
ছবিতে প্রত্যেকে নিজ নিজ স্বাতন্ত্র্য নিয়ে হাজির। কোথাও দৃঢ়তা ও নেতৃত্বের ছাপ, কোথাও মুগ্ধতা ও আকর্ষণ, আবার কোথাও শান্ত ও মার্জিত অভিব্যক্তি, এই বৈচিত্র্যই ছবির গল্পকে বাড়তি গভীরতা দিয়েছে। কেবল সৌন্দর্যের প্রদর্শন নয়, চরিত্রের গুরুত্ব ও আবেগকে সামনে এনে তাঁরা ছবির উত্তেজনা ও প্রত্যাশা দুটোই বাড়িয়ে তুলেছেন।
তিন অভিনেত্রীর পারস্পরিক রসায়ন ইতিমধ্যেই দর্শকমহলে আলোচনার কেন্দ্রে। ভক্তরা তাঁদের আদর করে ডাকছেন ছবির ‘তিন নাগ’। এই ত্রয়ীর দৃশ্যগুলোতে আলাদা এক তীব্রতা ও ছন্দ লক্ষ্য করা যায়, যা গল্পের গতি ধরে রাখতে সহায়ক হয়েছে। সাধারণত কল্পনা ও ভৌতিক ছবিতে দৃশ্য ও কৌশলের প্রাধান্য থাকলেও, এখানে চরিত্রের উপস্থিতি ও অভিনয় সমান গুরুত্ব পেয়েছে।
আসন্ন সংক্রান্তি উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা ‘দ্য রাজা সাব’ নিয়ে উত্তেজনা তাই ক্রমেই বাড়ছে। পুরুষপ্রধান বর্ণনার ভিড়ে এই ছবি দেখিয়ে দিচ্ছে, শক্তিশালী নারী উপস্থিতি কীভাবে একটি বড় পরিসরের ছবিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। পর্দায় আড়ম্বর ও গভীরতার সহাবস্থান যে সম্ভব, তা প্রমাণ করতেই যেন এই তিন অভিনেত্রীর একসঙ্গে পথচলা।
এমআর/টিএ