চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী। মনোনয়নপত্রের সঙ্গে হলফনামাও জমা দিয়েছেন তিনি।
হলফনামার তথ্য অনুযায়ী, শাহজাহান চৌধুরীর আয়ের কাঠামো, সম্পদের ধরন এবং মামলার সংখ্যাসহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তার হাতে নগদ ১ কোটি ৩৪ লাখ টাকা, হলফনামায় ৭১ মামলা কথা উল্লেখ করা হয়েছে।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় শাহজাহান চৌধুরী তার পেশা ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে এলএলবি (অনার্স) দেখিয়েছেন। তবে ব্যবসা থেকে তার বার্ষিক আয় মাত্র ৯৬ হাজার ৫৯০ টাকা, যেখানে কৃষিখাত থেকে আয় হয়েছে ৬ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা, যা তার মোট আয়ের বড় অংশ।
হলফনামা অনুযায়ী শাহজাহান চৌধুরীর ঘোষিত আয়ের উৎসগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, চাকরি থেকে তিনি বার্ষিক আয় দেখিয়েছেন ৩ লাখ ৬০ হাজার টাকা।
শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে তার আয় ৬৩ হাজার ৪৭১ টাকা। এছাড়া ‘অন্যান্য উৎস’ হিসেবে নির্ভরশীলদের বার্ষিক আয় দেখানো হয়েছে ৪ লাখ ৬০ হাজার টাকা, যা আয়ের একটি উল্লেখযোগ্য অংশ হলেও উৎসের বিস্তারিত স্পষ্ট নয়।
এবি/টিকে