‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবির সাফল্যের পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন অভিনেতা কার্তিক আরিয়ান ও নির্মাতা কবীর খান। এবার তাদের নতুন প্রকল্পটি একটি বড় বাজেটের ক্রীড়াভিত্তিক রোমাঞ্চধর্মী চলচ্চিত্র, যার পটভূমি হিসেবে বেছে নেওয়া হয়েছে কাশ্মীরের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য।
নির্মাতা সূত্রে জানা গেছে, ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে। প্রায় নয় মাসব্যাপী দীর্ঘ শুটিং সূচিতে কাশ্মীরসহ বিশ্বের বিভিন্ন দেশে চিত্রায়ণ হবে। এত দীর্ঘ ও বিস্তৃত শুটিং পরিকল্পনা এই ছবিকে এক ভিন্ন মাত্রা দিতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই ছবির জন্য কার্তিক আরিয়ানকে নিতে হবে কঠোর শারীরিক প্রশিক্ষণ। চরিত্রের প্রয়োজনে শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক গভীরতাও তুলে ধরতে হবে তাঁকে। নিজেকে ভেঙে নতুনভাবে গড়ার এই প্রস্তুতিকে কার্তিকের ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে।
অপ্লজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই চলচ্চিত্রটি এমন এক পরিসরে নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে, যা ভারতীয় ক্রীড়াভিত্তিক চলচ্চিত্রের ধারাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
কার্তিক আরিয়ানের ব্যস্ত কাজের তালিকায় এই নামহীন ছবিটি ইতোমধ্যেই বিশেষ গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে আবেগ ও বিশাল ক্যানভাসের গল্প বলায় পরিচিত কবীর খানের চলচ্চিত্র জীবনে এটি আরেকটি উল্লেখযোগ্য সংযোজন হতে চলেছে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকেরা।
এমআর/টিএ