রেকর্ড ছোঁয়া সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটসম্যান ফের জ্বলে উঠেছেন। এবার লিস্ট ‘এ’ ক্রিকেটে তিন অঙ্ক স্পর্শ করেছেন তিনি। ভারতের ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্ট ভিজায় হাজারে ট্রফিতে বুধবার বারোদার হয়ে ১২৭ রান করেন অমিত। হায়দরাবাদের বিপক্ষে ৯৩ বলের ইনিংসটি সাজান তিনি ৭টি ছক্কা ও ১২টি চারে।
লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন ২৬ বছর বয়সী অমিত। ডিসেম্বরের শুরুতে সৈয়দ মুশতাক আলি ট্রফি দিয়ে পেশাদার ক্রিকেটে পথচলা শুরু করেন অমিত। ভারতের ঘরোয়া ওই টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে ৯ ছক্কা ও ১০ চারে ৫৫ বলে ১১৪ রান করেন তিনি।
স্বীকৃত টি-টোয়েন্টিতে অভিষেকে যা সর্বোচ্চ ইনিংসের বিশ্ব রেকর্ড। ২০১৫ সালে টি-টোয়েন্টিতে নিজের প্রথম ম্যাচে ঠিক ১১৪ রানের ইনিংস খেলেছিলেন পাকিস্তানের বিলাল আসিফও।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ওই একটি ম্যাচই খেলা অমিতের গত বুধবার লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হয়। ভিজায় হাজারে ট্রফিতে আসামের বিপক্ষে ওই ম্যাচে ১১ রান করে আউট হয়ে যান তিনি।
এক সপ্তাহ পর ফের মাঠে নেমে নিজেকে মেলে ধরলেন এই কিপার-ব্যাটসম্যান। দলের জয়ে রাখলেন অবদান। অমিত ছাড়াও বারোদার হয়ে এদিন সেঞ্চুরির স্বাদ পান নিতিয়া পান্ডিয়া (১২২) ও ক্রুনাল পান্ডিয়া (১০৯)। তাদের সৌজন্যে ৪ উইকেটে ৪১৭ রান করে বারোদা। রান তাড়ায় আভিরাথ রেড্ডির ১৩০ ও প্রাজ্ঞনায় রেড্ডির ১১৩ রানের ইনিংসে ৩৮০ পর্যন্ত যেতে পারে হায়দরাবাদ।
এবি/টিকে