সান্তোসেই ভবিষ্যৎ, নতুন চুক্তিতে নেইমারের প্রত্যাবর্তন

সদ্য বিদায়ী বছরটি ছিল নেইমার জুনিয়রের প্রত্যাবর্তনের। আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এসেছিলেন এই সুপারস্টার। মৌসুমের শেষ দিকে চোট নিয়ে খেলেই প্রিয় ক্লাবকে বাঁচিয়েছেন অবনমনের হাত থেকে। তবে, ডিসেম্বরের শেষ দিনে সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ৩৩ বছর বয়সী নেইমার ফের ইউরোপে ফিরছেন এমন কথাও শোনা যাচ্ছিল। তবে সব গুঞ্জনের অবসান হতে চলেছে।




সান্তোস ছেড়ে কোথাও যাচ্ছেন না নেইমার। আরও এক বছরের জন্য সান্তোসের সঙ্গে নতুন চুক্তি করেছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ২০২৬ এর ৩১ ডিসেম্বর পর্যন্ত ভিলা বেলমিরোতেই থাকছেন নেইমার।

সান্তোসের সঙ্গে নেইমারের নতুন চুক্তি হয়েছে বলে জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তবে ক্লাব বা নেইমার কেউই এখনও চুক্তির বিষয়টি নিশ্চিত করেননি।

২০২৬ বিশ্বকাপের জন্য কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে ফেরার জন্য সান্তোসেই থাকাই যুক্তিযুক্ত মনে করছেন নেইমার। আগামী মার্চের আন্তর্জাতিক বিরতিতেই ব্রাজিল দলে ফেরার চেষ্টা করছেন এই ৩৩ বছর বয়সী তারকা।

গত নভেম্বরে হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফেরার পর থেকেই দারুণ ফর্মে নেইমার। এরপর খেলা ৭ ম্যাচে করেছেন ৫ গোল। জুভেন্তুদের বিপক্ষে সান্তোসের আর্মব্যান্ড পরে নেমে করেছিলেন হ্যাটট্রিক। নেইমারের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই অবনমন এড়িয়ে কোপা সুদামেরিকানায় জায়গা করে নিয়েছে পেইজিরা।

ব্রাজিলের হয়ে ২০২৬ বিশ্বকাপ খেলতে চান নেইমার। গত ডিসেম্বরের শুরুতে নেইমার প্রতিশ্রুতি দিয়েছিলেন, দলে সুযোগ পেলে তিনি বিশ্বকাপের ফাইনালে গোল করবেন এবং ট্রফি দেশে নিয়ে আসবেন। কোচ আনচেলত্তি নেইমারের জন্য দলের দরজা এখনও বন্ধ করে দেন নি, তবে ভয়াবহ হাঁটুর চোটের কারণে ২০২৩ সালের সেপ্টেম্বরের পর থেকে তিনি সেলেসাওর হয়ে আর খেলেননি।

বার্সেলোনা ও পিএসজির সাবেক এই উইঙ্গার ২০২৩ সালে আল-হিলালে যোগ দেওয়ার পর এবং গত বছরের শুরুতে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফেরার আগপর্যন্ত মোট ৮৯টি ম্যাচ মিস করেছেন।

তবে এত দীর্ঘ সময় ইনজুরি নিয়ে থাকলেও তিনি ব্রাজিলিয়ান সেরি আ ক্লাব সান্তোসকে সাহায্য করতে পিছপা হননি। গত মৌসুমে ১১টি গোল ও চারটি অ্যাসিস্ট করে দলকে অবনমন থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবু ব্রাজিল দলে ফেরার লড়াইটা তার জন্য কঠিনই হচ্ছে, যদিও তিনি ৭৯ গোল নিয়ে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। সম্ভবত নিজের শেষ বিশ্বকাপে খেলার সম্ভাবনা বাড়াতে নাটকীয় এক পদক্ষেপ হিসেবে তিনি ব্রাজিলিয়ান ফিজিওথেরাপিস্ট এদুয়ার্দো সান্তোসের সহায়তা নিতে যাচ্ছেন বলে জানা গেছে।

‘ডক্টর মিরাকল’ নামে পরিচিত সান্তোস তার ব্যতিক্রমী চিকিৎসা পদ্ধতির জন্য বিশ্বজুড়ে পরিচিত, যার মাধ্যমে ফিলিপ কুতিনহো ও মাতেউস কুনহার মতো তারকা ফুটবলাররা গুরুতর চোট থেকে দ্রুত সুস্থ হয়ে ফিরতে পেরেছেন।
ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ৪৫ বছর বয়সী এই ‘মিরাকল ওয়ার্কার’ নেইমারের বাঁ হাঁটুর আংশিক আর্থ্রোস্কোপিক মেনিসেকটমি অপারেশনের পর তার চিকিৎসার দায়িত্ব নেবেন।

২০২৩ সালের সেপ্টেম্বরেই পেলের রেকর্ড ছাড়িয়ে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হন নেইমার। জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে তার গোলসংখ্যা ৭৯ হলেও এখন পর্যন্ত আনচেলত্তির নতুন পরিকল্পনায় তিনি জায়গা পাননি।

সম্প্রতি ব্রাজিল কোচ নেইমারকে দলে না রাখার প্রসঙ্গে কথা বলেছেন এবং স্পষ্ট করে জানিয়েছেন, তিনি কারও কাছে ‘ঋণী’ নন। আনচেলত্তি বলেন, 'আমরা যখন নেইমারের কথা বলি, তখন অন্য খেলোয়াড়দের কথাও বলতে হবে। আমাদের ব্রাজিলের কথা ভাবতে হবে—নেইমারকে নিয়ে বা ছাড়া, অন্য খেলোয়াড়দের নিয়ে বা ছাড়া।'

মার্চের ফিফা উইন্ডোর পর আমরা চূড়ান্ত তালিকা করব। আমি বুঝি সবাই নেইমারকে নিয়ে খুব আগ্রহী। তবে পরিষ্কার করে বলি, এখন ডিসেম্বর, বিশ্বকাপ জুনে। মে মাসে আমি বিশ্বকাপে যাওয়া দল বেছে নেব। নেইমারের যদি জায়গা প্রাপ্য হয়, যদি সে ফিট থাকে এবং অন্য কারও চেয়ে ভালো হয়, তাহলে সে বিশ্বকাপ খেলবে। আমি কারও কাছে ঋণী নই।'

 এমআই/ এসএন 

Share this news on:

সর্বশেষ

img
জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ পররাষ্ট্র উপদেষ্টার Jan 01, 2026
img
মুস্তাফিজকে নিয়ে অবস্থান স্পষ্ট করল বিসিসিআই Jan 01, 2026
img
স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ Jan 01, 2026
শোকের দিনে রাষ্ট্র ও মানুষের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান Jan 01, 2026
img
জুলাইয়ে যারা প্রাণ দিয়েছে, তারা আমাদের উপর দায়িত্ব রেখে গেছে : আলী রিয়াজ Jan 01, 2026
img
অবৈধভাবে ‘ধুরন্ধর’ দেখার হিড়িক পাকিস্তানে Jan 01, 2026
img
রাবি শিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি মেহেদী Jan 01, 2026
img
জনতা ব্যাংকের অর্থ আত্মসাৎ: সালমানসহ ৯৪ জনের বিরুদ্ধে চার মামলা Jan 01, 2026
মুস্তাফিজ ইস্যুতে দেশদ্রোহীতার অভিযোগে শাহরুখ খান সমালোচনার মুখে Jan 01, 2026
সৌদি প্রো লিগে আল হিলাল ও আল ইত্তিহাদের দুর্দান্ত জয় Jan 01, 2026
img
নতুন বছরের প্রথম মুহূর্তে তারকাদের উচ্ছ্বাস! Jan 01, 2026
img
চেলসিতে মারেসকার ভবিষ্যৎ অনিশ্চিত, জরুরি বৈঠকের প্রস্তুতি Jan 01, 2026
দ্বিতীয় বিয়েও টিকল না কণ্ঠশিল্পী সালমার Jan 01, 2026
img
নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে: মির্জা ফখরুল Jan 01, 2026
img
বিমান বাংলাদেশের আর্থিক সাফল্য, নিট মুনাফা ৭৮৫ কোটি Jan 01, 2026
img
মানুষের প্রত্যাশা এখন আরও উচ্চতায়, পূরণ করতে পারবো কি না শঙ্কিত: সালাহউদ্দিন Jan 01, 2026
img
ভোলা-২ আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল Jan 01, 2026
img
চীন-তাইওয়ান ‘পুনর্মিলন অনিবার্য’: শি জিনপিং Jan 01, 2026
img
ধর্মেন্দ্রর ‘ইক্কিশ’ মুক্তি ঘিরে অমিতাভের বিশেষ আয়োজন Jan 01, 2026
img
২০২৬-এ একটাই আশা, কপালের টিপটা যাতে ঠিকঠাক পরতে পারি: সুমি Jan 01, 2026