পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুরসহ পাঁচজনের মনোনয়নপত্র বৈধ। বাছাইয়ে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী মনোনয়নপত্র বাছাই করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া পটুয়াখালী-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাতজন।
এর মধ্যে দুইজনের মনোনয়নপত্র বাতিল এবং পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বাতিল হলো স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান বাবু ও এস এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল হয়।
এদিকে, এ আসনে নির্বাচনী মাঠে লড়বেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মু. শাহ্ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. আবু বক্কর সিদ্দিকী, গণ অধিকার পরিষদের নুরুল হক নুর, গণ অধিকার পরিষদের আরেক প্রার্থী শহীদুল ইসলাম ফাহিম এবং বিএনপি থেকে বহিষ্কার হওয়া স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন।
জেলা রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে, স্বতন্ত্র দুই প্রার্থী মিজানুর রহমান বাবু ও এস এম ফজলুল হকের কাম্য ভোটার দেখাতে না পারায় তাঁদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
এসএন