মসজিদে নববীতে আগত মুসল্লি ও দর্শনার্থীদের জন্য দাওয়াহ ও দিকনির্দেশনামূলক সেবা আরও সম্প্রসারণের লক্ষ্যে চালু করা হয়েছে নতুন ‘হিদায়াহ সেন্টার’। সৌদি আরবের ধর্মীয় কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগ দর্শনার্থীদের আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক অভিজ্ঞতা সমৃদ্ধ করবে।
মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্ট শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস আজ মসজিদে নববীতে ‘হিদায়াহ সেন্টার’-এর উদ্বোধন করেন। সৌদি প্রেস এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়েছে।
নতুন এই কেন্দ্রের মাধ্যমে মসজিদে নববীতে আগত মুসল্লি ও দর্শনার্থীদের জন্য দাওয়াহ ও দিকনির্দেশনামূলক সেবা আরও জোরদার করা হবে। কেন্দ্রটি মূলত দিকনির্দেশনামূলক বই বিতরণ এবং দাওয়াহ বার্তা পৌঁছে দেওয়ার কাজে বিশেষায়িত। এর মাধ্যমে ইসলামী জ্ঞান, মধ্যপন্থা ও সহনশীলতার শিক্ষা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দর্শনার্থীদের আত্মিক ও বৌদ্ধিক অভিজ্ঞতা সমৃদ্ধ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে শায়খ আস-সুদাইস বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেবার আধুনিকায়ন অপরিহার্য। তিনি সেবার মান উন্নত করতে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সির লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে। এতে পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে দুই পবিত্র মসজিদের সেবায় আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। একই সঙ্গে প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে ধর্মীয় বার্তা বিশ্বব্যাপী মানুষের কাছে আরও সহজে ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
টিজে/টিএ