বাংলা গানের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল জন্মগ্রহণ করেন ১ জানুয়ারি ১৯৫৬ সালে। আধুনিক বাংলা চলচ্চিত্র ও একক গানের ধারায় তিনি রেখে গেছেন গভীর ছাপ।
সত্তর ও আশির দশক থেকে বাংলা চলচ্চিত্রে নিয়মিত কাজ শুরু করেন বুলবুল। আবেগঘন রোমান্টিক সুর থেকে দেশাত্মবোধক গান, সব ধারাতেই তাঁর স্বাক্ষর ছিল স্পষ্ট। অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র ও অ্যালবামে তাঁর সুর আজও শ্রোতাপ্রিয়।
সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পাশাপাশি দেশের সংগীতাঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একুশে পদক। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ১৫ মে ২০১৯ সালে প্রয়াত হন। তাঁর প্রয়াণে বাংলা সংগীত হারায় এক নিবেদিতপ্রাণ স্রষ্টাকে।
টিজে/টিএ