পেশায় ব্যবসায়ী এ্যানি, বছরে আয় ৪৭ লাখ ৩৬ হাজার টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পেশায় একজন ব্যবসায়ী। তার সম্পদ ৩ কোটি ৯০ লাখ ৩১ হাজার ৬৭ টাকা এবং বছরে আয় ৪৭ লাখ ৩৬ হাজার ৫৪ টাকা। তার সহধর্মীনির সম্পদের পরিমাণ ৩ কোটি ৪ লাখ ৭৯ হাজার ৬৭ টাকা ও বছরে আয় ২৩ লাখ ১ হাজার ৩৬৮ টাকা।

এ্যানি লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক। তিনি লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকা মৃত বশির উল্লাহ চৌধুরীর ছেলে। এ্যানি পেশায় একজন ব্যবসায়ী।

সবশেষ নির্বাচনী হলফনামায় উল্লেখ করেন, তিনি চৌধুরী এসএস কোম্পানী, রি রয়েল প্রোপার্টিজ ও মেসার্স বিইউ চৌধুরী অটো ফ্লাওয়ার মিলসের স্বত্তাধিকারী। এছাড়া তিনি রাইট গার্মেন্টস লিমিটেড, এগ্রো এনার্জি (প্রাঃ) লিমিটেড ও টিপ্পানি মার্বেল বিডি লিমিটেডের পরিচালক। তিনি পূর্বেও এসব ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার স্ত্রী পারভীন আক্তার চৌধুরীও পেশায় ব্যবসায়ী।

তিনি সাবরান এসএস কোম্পানীর স্বত্তাধিকারী ও ইনবিল্ড রিয়েল এস্টেট লিমিটেডের পরিচালক। এছাড়া তিনি সৈয়দ ট্রেজার্স বাদার্স লিমিটেড ও ঢাকা হাইড এন্ড স্কিন লিমিটেডের শেয়ারহোল্ডার।

হলফনামা ঘেঁটে জানা যায়, এ্যানির নামে ৬০টি মামলা রয়েছে। এরমধ্যে কয়েকটি মামলায় তিনি খালাস পেয়েছেন। এছাড়া কয়েকটি মামলায় তাকে অব্যাহতি, হাইকোর্টের নির্দেশে কার্যক্রম স্থগিত ও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। দেশের বিভিন্ন স্থানে দায়েরকৃত গায়েবী মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে নাম থাকতে পারে। তবে সেরকম তথ্য তার জানা নেই বলে উল্লেখ করা হয়।

হলফনামায় এ্যানির অস্থাবর সম্পদ উল্লেখ করা হয়, মনোনয়নপত্র দাখিলের দিন এ্যানির কাছে ৯৬ হাজার ৭৮১ টাকা ছিল। স্ত্রীর কাছে ছিল ১ লাখ ৩২ হাজার ২০৯ টাকা। এ্যানির ঢাকা ব্যাংক হিসাবে প্রায় ৩০ লাখ ৮৫ হাজার ৫১৯ টাকা, এনসিসি ব্যাংক (ব্যবসায়িক প্রতিষ্ঠান রি রয়েল প্রোপার্টিজ) হিসাবে প্রায় ১১ লাখ ৫১ হাজার ১৬১ টাকা, মার্কেন্টাইল ব্যাংক (ব্যবসায়িক প্রতিষ্ঠান চৌধুরী এসএস কোম্পানী) হিসাবে প্রায় ৩ কোটি ৬১ লাখ ৬৩০ টাকা, মার্কেন্টাইল ব্যাংকে ব্যক্তিগত হিসাবে ২৯ হাজার ৪৭৪ ও অগ্রণী ব্যাংকে ২০ লাখ টাকা রয়েছে। এছাড়া রাইট গার্মেন্টস লিমিটেডে ৯০ হাজার টাকা, টিপ্পানি মার্বেল বিডি লিমিটেডে ২ লাখ টাকা, এগ্রো এনার্জি (প্রাঃ) লিমিটেডে ৫ লাখ টাকার শেয়ার রয়েছে। তার নিজের মালিকানাধীন বিজনেস ক্যাপিটেলে ৩১ লাখ ৭১ হাজার ৪১০ টাকা রয়েছে। এ্যানির প্রায় ৬১ লাখ ৭৬ হাজা টাকা মূল্যের একটি টয়োটা ল্যান্ড ক্রুজার স্টেশন ওয়াগার জিএক্স গাড়ি রয়েছে। বিবাহকালীন উপহার হিসেবে প্রাপ্ত প্রায় ১২০ তোলা স্বর্ণ আছে এবং স্ত্রীর রয়েছে ৩০ তোলা স্বর্ণ। এছাড়া ১ লাখ টাকার ইলেকট্রিক পণ্য, ২ লাখ টাকার আসবাবপত্র রয়েছে। তিনি ১ কোটি ৪২ লাখ টাকা আর্থিক লোন প্রদান করেছেন। তিনি ১০ লাখ টাকা দিয়ে বোট ক্লাবের ও ১ লাখ টাকা দিয়ে নোয়াখালী ক্লাবে মেম্বারশীপ গ্রহণ করেন। উল্লেখিত সম্পদের অর্জনকালীন মূল্য প্রায় ৩ কোটি ২৫ লাখ ২৭ হাজার ৫৭১ টাকা। যার বর্তমান মূল্য প্রায় ৫ কোটি ৩৬ লাখ ৪৫ হাজার ৫৭১ টাকা।

স্থাবর সম্পত্তিতে উল্লেখ করা হয়, এ্যানির প্রায় ৪০ লাখ টাকার জমি রয়েছে। লক্ষ্মীপুরে পৈত্রিক সূত্রে প্রাপ্ত পায় ১২৭ শতাংশ জমি রয়েছে। তার নামে রাজধানীর বনানী মডেল টাউনে ৫০ লাখ টাকা মূল্যের ৫ কাঠা জমি, তেজগাঁও শিল্প এলাকায় ১০ লাখ টাকা মূল্যে ৫ কাঠা জমি আছে। তার লক্ষ্মীপুরে নির্মাণাধীন একটি আবাসিক ভবনের ১/৬ অংশ মালিকানা (মূল্য- ৯ লাখ ১৬ হাজার ১৮৯ টাকা) রয়েছে। তেজগাও বাণিজ্যিক এলাকায় ৯ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৩৬০০ স্কয়ার ফুটের একটি গোডাউন রয়েছে। ১ লাখ ২৫ হাজার টাকার বিনিয়োগ রয়েছে বাকুশা হকার্স মার্কেট সমবায় সমিতিতে। উল্লেখিত সম্পদের অর্জনকালীন মূল্য ১ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৫৯৯ টাকা।

হলফনামায় দায় উল্লেখ করা হয়, মার্কেন্টাইল ব্যাংকে ব্যাক্তিগত দুটি হিসাবের ক্রেডিট কার্ডের ২৪ হাজার ৪১২ টাকা, ব্যক্তিগত ঋণ ৩০ লাখ টাকা, জমি ও গোডাউন ভাড়ার থেকে ৭ লাখ ৪০ হাজার টাকা দায় রয়েছে। স্ত্রীর নামে ১ কোটি ৯৮ লাখ ৩৬ হাজার ২০৮ টাকা ব্যবসায়িক ও ১৩ লাখ ৬৫ হাজার ৬২৮ টাকা কার লোন রয়েছে। তার মার্কেন্টাইল ব্যাংকের দুটি হিসাবে ২ লাখ ২৭ হাজার ২৮২ টাকা দায় রয়েছে। তার ব্যক্তিগত লোন রয়েছে ১ কোটি ৪৬ লাখ ৮০ হাজার টাকা এবং জমি বিক্রির অগ্রিম ১ কোটি টাকা দায় রয়েছে।

এ্যানির স্থাবর সম্পত্তি থেকে বছরে ৩০ লাখ ৫৫ হাজার ৮১০ টাকা, ব্যবসায় থেকে ১৬ লাখ ৬৩ হাজার ৬৫২ টাকা, ব্যাংক আমানত ১৬ হাজার ৫৯২ টাকা, উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি বিক্রি থেকে আয় ৩৫ লাখ ৯২ হাজার ৬৫৪ টাকা। তার সম্পদে পরিমাণ ৩ কোটি ৯০ লাখ ৩১ হাজার ৬৭ টাকা এবং তার বছরে আয় ৪৭ লাখ ৩৬ হাজার ৫৪ টাকা। তিনি সবশেষ ৯ লাখ ৮৬ হাজার ৫৮ টাকা এবং তার স্ত্রী ৩ লাখ ২০ হাজার ৩৪২ টাকা আয়কর দিয়েছেন।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

এক হয়ে কাজ করবে জামায়াত-বিএনপি? যা জানালেন জামায়াত আমির Jan 02, 2026
চতুর্মুখী কূটনৈতিক চাপে ভারত Jan 02, 2026
খালেদা জিয়ার ৩ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন বিকল্প প্রার্থীরা Jan 02, 2026
মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক বাংলাদেশে! Jan 02, 2026
img
সবাই ‘না’ বলেছিলেন, রাজি হন শুধু সালমান Jan 02, 2026
img
জামায়াত প্রার্থী মাসুদের নেই জমি-বাড়ি, পারিবারিক ঋণ ৪ লাখ ৫০ হাজার টাকা Jan 02, 2026
আকাশ প্রতিরক্ষায় রাশিয়ার অগ্রগতি, পতন যুক্তরাষ্ট্রের Jan 02, 2026
খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত Jan 02, 2026
যেসব নির্দেশনা দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন Jan 02, 2026
রাক্ষস-আন্ধারে নতুন রূপে সিয়াম Jan 02, 2026
img
জুলাই হত্যা মামলা থেকে বিএনপি প্রার্থীকে অব্যাহতি Jan 02, 2026
নিউইয়র্কে সুখী পরিবার গড়লেন পিয়া Jan 02, 2026
ভিলেন হয়ে ফিরছেন কারিনা কাপুর Jan 02, 2026
বছরে একটি সিনেমাই করবেন আলিয়া Jan 02, 2026
টানা জয়েও অস্বস্তিতে লিভারপুল, অ্যানফিল্ডে প্রতিপক্ষ লিডস ইউনাইটেড Jan 02, 2026
img
সন্দীপ রেড্ডীর ছবিতে প্রভাস ও তৃপ্তির পারিশ্রমিকে আকাশ-পাতাল ফারাক! Jan 02, 2026
img
যশোর রেজিস্ট্রি অফিসে অগ্নিকান্ডে ২০০ বছরের পুরনো নথি নষ্ট Jan 02, 2026
img
বছর শুরুর দিন চেলসি ছাড়লেন কোচ মারসেকা Jan 02, 2026
img
অভিনেত্রী সোহা আলি খানের দিন শুরু করার রুটিন Jan 02, 2026
img
যুক্তরাজ্যে অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে অভিযান, ৫ বাংলাদেশি গ্রেপ্তার Jan 02, 2026