চুরি করার পর সাধারণত চোর পালিয়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ঘটল এক উল্টো ঘটনা। বড়দিনের ঠিক আগে দোকান থেকে দুটি দামি বাদ্যযন্ত্র (ম্যান্ডোলিন) চুরি করার পর, অনুতপ্ত চোর নিজেই তা ফেরত দিয়ে গেছে। শুধু তাই নয়, সঙ্গে রেখে গেছে একটি হাতে লেখা ক্ষমা চাওয়ার চিঠিও।
নিউ জার্সির 'লার্ক স্ট্রিট মিউজিক' নামক বাদ্যযন্ত্রের দোকানে এই ঘটনাটি ঘটে। দোকানের মালিক বাজি লেভিন জানান, সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার পর ধরা পড়ার ভয়েই সম্ভবত চোর বাদ্যযন্ত্রগুলো ফেরত দিয়ে গেছে।
ক্ষমা চেয়ে চিঠি চুরি করা ম্যান্ডোলিন দুটি ফেরত দেওয়ার সময় চোর একটি চিরকুট রেখে যায়। সেখানে লেখা ছিল, দুঃখিত, আমি মাতাল ছিলাম। শুভ বড়দিন (মেরি ক্রিসমাস)। আপনি একজন ভালো মানুষ।
ঘটনার বিবরণ গত ২২শে ডিসেম্বর (সোমবার) ওই ব্যক্তি জ্যাকেটের নিচে লুকিয়ে দুটি ম্যান্ডোলিন চুরি করে নিয়ে যায়। যার এক একটির মূল্য ছিল যথাক্রমে ৩,৫০০ ডলার (প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা) এবং ৪,২৫০ ডলার (প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা)। চুরির ফুটেজটি মালিক সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলে তা দ্রুত ভাইরাল হয়।
মালিক বাজি লেভিন ফেসবুকে জানান, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। এক ঘণ্টা আগে চোরটি চুপিসারে সামনের দরজা খুলে শপিং ব্যাগে করে ম্যান্ডোলিন দুটি ফেরত দিয়ে গেছে। আমি তাকে ধাওয়া করেছিলাম, কিন্তু ধরতে পারিনি। তবে পুলিশ তাকে খুঁজছে।
লেভিন আরও বলেন, সামাজিক সাম যোগাযোগ মাধ্যমের চাপ এবং ভিডিও ভাইরাল হওয়ার কারণেই চোর বুঝতে পেরেছিল যে তার পালানোর পথ নেই, তাই সে এগুলো ফেরত দিতে বাধ্য হয়েছে। তিনি বলেন, পুরো বিষয়টি আমার কাছে সিনেমার মতো মনে হচ্ছে।
এসকে/এসএন