নতুন বছর এলেই চারপাশ জুড়ে শুরু হয় প্রতিজ্ঞার ভিড়। পুরনো ভুল শুধরে নেওয়ার অঙ্গীকার, অসম্পূর্ণ কাজ শেষ করার পরিকল্পনা, নিজেকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন—সব মিলিয়ে রিজলিউশনের চেনা ছক। তবে সেই পরিচিত স্রোতের বাইরে একেবারেই হাঁটতে চান অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরে কোনও প্রতিজ্ঞাতেই বিশ্বাসী নন তিনি, আর সেই কথাই অকপটে জানালেন।
সম্প্রতি কোয়েল মল্লিক অভিনীত ছবি ‘মিতিন মাসি: একটি খুনীর সন্ধানে’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে কনীনিকাকে। পর্দার মতোই বাস্তব জীবনেও তিনি ভীষণ স্পষ্টবাদী ও বাস্তবমুখী। নতুন বছরে নিজেকে কী প্রতিজ্ঞা করবেন এই প্রশ্নে কোনও রাখঢাক না রেখেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেত্রী। তাঁর কথায়, এই বয়সে আর নতুন করে কোনও রিজলিউশন করা যায় না। সেগুলো টেকেও না। তাই তিনি সেসব মানেন না। বরং পুরনো ভুলগুলো যাতে আর না হয়, সেই চেষ্টাটুকুই তাঁর কাছে যথেষ্ট।
কনীনিকার মতে, জীবন যেমনভাবে আসে, ঠিক সেভাবেই নিজেকে মানিয়ে নিয়ে এগিয়ে যাওয়াই সবচেয়ে বাস্তব সিদ্ধান্ত। নতুন বছর মানেই নিজেকে আমূল বদলে ফেলার চাপ তিনি নিতে চান না। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা, পরিস্থিতিকে মেনে নেওয়া এবং ভুল থেকে শিক্ষা নেওয়াই তাঁর কাছে জীবনের আসল পাঠ।
যখন নতুন প্রজন্ম নতুন বছরের শুরুতে নিজেকে পাল্টে ফেলার অঙ্গীকারে ব্যস্ত, তখন কনীনিকার এই বক্তব্য স্বাভাবিকভাবেই আলাদা করে নজর কেড়েছে। বছরের শুরুতে করা বহু প্রতিজ্ঞাই যে সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যায়, সেই বাস্তব উপলব্ধি থেকেই হয়তো তিনি কোনও বড় ঘোষণা বা প্রতিজ্ঞার পথে হাঁটেননি। তাঁর কাছে জীবন মানে নির্দিষ্ট কোনও ছকে বাঁধা পরিকল্পনা নয়, বরং প্রতিদিনের বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার এক দীর্ঘ যাত্রা।
ছোট পর্দা হোক বা বড় পর্দা, নিজের অভিনয় দক্ষতায় বারবার দর্শকদের মুগ্ধ করেছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। ‘মুখার্জিরদার বউ’, ‘রাজনীতি’সহ একের পর এক শক্তিশালী ও সংবেদনশীল চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন তিনি। নতুন বছরে কোনও রিজলিউশন নয়, জীবনের সঙ্গে বাস্তবসম্মতভাবে এগিয়ে চলাই তাঁর একমাত্র লক্ষ্য—এই ভাবনাই যেন তাঁর অভিজ্ঞতা আর পরিণত মননের প্রতিফলন।
এমকে/এসএন