উইল স্মিথের বিরুদ্ধে সহশিল্পীকে হেনস্তার অভিযোগ

নতুন বছরের শুরুতেই গুরুতর যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত হলেন হলিউড অভিনেতা ও র‍্যাপার উইল স্মিথ। তাঁরই পুরুষ সহশিল্পী, বেহালাবাদক ব্রায়ান কিং জোসেফ লস অ্যাঞ্জেলেসের আদালতে স্মিথের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযোগ প্রকাশ্যে আসতেই পশ্চিমী বিনোদন জগতে তীব্র চাঞ্চল্য।

হলিউড সূত্রে জানা গেছে, ‘বেসড অন আ ট্রু স্টোরি ২০২৫’ ট্যুরে উইল স্মিথের সফরসঙ্গী ছিলেন ব্রায়ান কিং জোসেফ।

সেই ট্যুর চলাকালীনই স্মিথ নাকি তাঁর প্রতি অনুচিত আচরণ করেন বলে অভিযোগ।




আদালতে দাখিল করা মামলার নথি অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ২০২৫ সালের মার্চ মাসে, লাস ভেগাসে অবস্থানকালে। 

জোসেফের দাবি, ট্যুরের মাঝপথে একদিন হোটেলে ফিরে তিনি টের পান, তাঁর অনুমতি ছাড়াই কেউ ঘরে প্রবেশ করেছে।

অভিযোগে বলা হয়েছে, ঘরের ভেতরে তিনি দেখতে পান যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা, ওয়াইপস, একটি বিয়ার বোতল, জনৈক ব্যক্তির নামে প্রেসক্রাইব করা এইচআইভির ওষুধ ও হাসপাতালের কিছু নথিপত্র।

পাশাপাশি ছিল হাতে লেখা একটি চিঠি, যেখানে লেখা ছিল “ব্রায়ান, আমি আর দেরি না করে ৫টা ৩০ মিনিটে ফিরে আসব। তখন শুধু আমরাই থাকব।”

ঘটনার পরই আতঙ্কিত হয়ে হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান জোসেফ। সেখান থেকেই তাঁকে জানানো হয়, ওই ঘরটি উইল স্মিথের টিমের পক্ষ থেকেই বুক করা এবং সেখানে প্রবেশের অনুমতি শুধুমাত্র স্মিথের টিমের সদস্যদেরই ছিল।

এরপর তিনি বিষয়টি সরাসরি স্মিথের টিমকেও জানান।

তবে অভিযোগ অনুযায়ী, ঘটনার পরদিনই ব্রায়ান কিং জোসেফকে ট্যুর টিম থেকে বাদ দেওয়া হয়। প্রথমে তাঁকে জানানো হয়, ট্যুরের গন্তব্য পরিবর্তনের কারণেই এই সিদ্ধান্ত। কিন্তু পরে তিনি জানতে পারেন, তাঁর জায়গায় অন্য এক বেহালাবাদককে নিয়োগ করা হয়েছে।

হঠাৎ করে চাকরি হারানোয় আর্থিক ক্ষতির মুখে পড়েন জোসেফ।

এখানেই শেষ নয় মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ট্যুর চলাকালীন উইল স্মিথ তাঁর সঙ্গে নিয়মিত সময় কাটাতেন এবং একদিন নাকি বলেছিলেন, “আমাদের মধ্যে এমন একটি বিশেষ সম্পর্ক রয়েছে, যা আমার আর কারও সঙ্গে নেই।”

জোসেফের অভিযোগ, স্মিথ তাঁকে আরও যৌনভাবে শোষণের পরিকল্পনা করেছিলেন। কিন্তু বিষয়টি প্রকাশ্যে আসার আগেই স্মিথের টিমের সদস্যরা তাঁকে ভয় দেখান এবং টিম থেকে সরিয়ে দেন।

এই সব অভিযোগের ভিত্তিতেই লস অ্যাঞ্জেলেসের আদালতে উইল স্মিথের বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা দায়ের করেছেন ব্রায়ান কিং জোসেফ। তবে এই অভিযোগ প্রসঙ্গে এখনও পর্যন্ত উইল স্মিথ বা তাঁর প্রতিনিধিদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
৭ই জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের Jan 02, 2026
img
আসন্ন নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহল ইতিবাচক : প্রেস সচিব Jan 02, 2026
img
বিটিআরসি ভাঙচুর : ৫৫ জনের নামসহ অজ্ঞাত ৫০০-৬০০ জনের নামে মামলা Jan 02, 2026
img
বিপিএলে চট্টগ্রামের ১০ উইকেটে জয় Jan 02, 2026
img
মাগুরা-২ আসনে ‘বেকার প্রার্থী’ মোয়জ্জেম, স্ত্রীর রয়েছে ৮ ভরি স্বর্ণ Jan 02, 2026
img
বাণিজ্য মেলার ৩০তম আসরের পর্দা উঠছে আগামীকাল Jan 02, 2026
img
বাংলাদেশে অত্যন্ত সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব Jan 02, 2026
img
শ্রীলংকায় যাচ্ছে ‘রাক্ষস’ টিম Jan 02, 2026
img
মুন্সীগঞ্জ-৩ আসনে বাতিল হলো ৪ জনের মনোনয়ন Jan 02, 2026
img
ফাহিল আল চৌধুরীর বিতর্কিত মন্তব্য ঘিরে সিলেট টাইটান্সের ম্যাচ বয়কট সাংবাদিকদের Jan 02, 2026
img
শপথ নিয়েই কাজে ঝাঁপিয়ে পড়লেন মামদানি Jan 02, 2026
img
টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের ৩ নেতার পদত্যাগ Jan 02, 2026
img
বিশ্বকাপ দলে নেই জাকের আলী! Jan 02, 2026
img
গাইবান্ধায় জামায়াতের হেভিওয়েট প্রার্থীসহ আটজনের মনোনয়ন বাতিল Jan 02, 2026
img
নৌবাহিনীর হেডকোয়ার্টার মসজিদে জুমার নামাজ আদায় করলেন তারেক রহমান Jan 02, 2026
img
শেখ হাসিনা-কামালকে দেশে ফিরতেই হবে: প্রেস সচিব Jan 02, 2026
img
২০২৬ সালে একাধিকবার খেলবেন ভারত ও পাকিস্তান Jan 02, 2026
img
আগামীর বাংলাদেশ হবে ‘রেইনবো নেশন’: আমীর খসরু Jan 02, 2026
img
মালয়েশিয়ায় বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর আইন, ছাড় নেই বিদেশিদেরও Jan 02, 2026
img
১৪৫ কোটি টাকার সম্পদের মালিক মির্জা আব্বাস, আছে আগ্নেয়াস্ত্র ও ৩২টি মামলা Jan 02, 2026