সাংবাদিকদের দলবাজির প্রয়োজন নেই: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সাংবাদিকদের কোনো দলবাজি করার প্রয়োজন নেই, প্রশাসনের তোষামোদ করারও দরকার নেই, ভয় পাওয়ারও কিছু নেই। সাংবাদিকতার একমাত্র পক্ষ হবে সত্য ও জনগণ। প্রয়োজন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা।

রোববার (৪ জানুয়ারি) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স বলেন, ভয়ভীতি ও তোষামোদ দিয়ে কখনোই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সম্ভব নয়। যে সাংবাদিক সত্য লিখবেন এবং জনগণের পক্ষে দাঁড়াবেন- তার পাশে রাষ্ট্রকেই দাঁড়াতে হবে। বিএনপি সেই রাষ্ট্র গড়তে চায়। বিএনপি ক্ষমতায় এলে সংবাদপত্র ও সাংবাদিকতার পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করে গণতন্ত্রকে অর্থবহ করা হবে। সত্য লেখার কারণে কোনো সাংবাদিক যেন মামলা, হয়রানি বা নিপীড়নের শিকার না হন- সেজন্য আইনি ও সাংবিধানিক সুরক্ষা দেওয়া হবে। বিশেষ করে মফস্বল সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও অধিকার রাষ্ট্রীয়ভাবে রক্ষা করা হবে।

তিনি বলেন, কথার মানদণ্ড ও পেশাগত নৈতিকতা বজায় রেখে সরকারের সমালোচনা করাই সাংবাদিকতার দায়িত্ব। সরকারের ভুল, অনিয়ম, দুর্নীতি ও ব্যর্থতা তুলে ধরা কোনো অপরাধ নয়- বরং সেটিই গণতন্ত্রের শক্তি। যেখানে সাংবাদিকদের কলম থেমে যায়, সেখানেই স্বৈরতন্ত্রের জন্ম হয়।

বিএনপির এ নেতা বলেন, এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি বেকারত্ব, দারিদ্র্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংকটসহ স্থানীয় সমস্যাগুলো সাহসিকতার সঙ্গে সংবাদপত্রে তুলে ধরতে হবে। একই সঙ্গে সন্ত্রাস, মাদক, নারী নির্যাতন, ইভটিজিং, চাঁদাবাজি ও সব ধরনের সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সাংবাদিকদের ভূমিকা হতে হবে আপসহীন। সাংবাদিকরা কারও রাখাল নয়, তারা সত্যের পাহারাদার। প্রশাসন বা ক্ষমতাবানদের ভয় পেয়ে নয়- জনগণের শক্তি নিয়েই সাংবাদিকতা চলবে।

তিনি বলেন, বিএনপি মুক্তবুদ্ধির চর্চা, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার পথ উন্মুক্ত করেছিলেন। খালেদা জিয়া তার শাসনামলেও গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ন রেখেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই গণতান্ত্রিক ধারাই ভবিষ্যতেও অব্যাহত রাখবেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আগামী জাতীয় নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে দেশ আজ ক্ষতবিক্ষত, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল এবং গণতন্ত্র ধ্বংসপ্রায়। এই অবস্থা থেকে দেশকে স্থিতিশীলতায় ফিরিয়ে আনতে, সামাজিক সৌহার্দ্য ও শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করতে এবং একটি নতুন, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে প্রয়োজন একটি দক্ষ, যোগ্য ও জনগণের প্রতি দায়বদ্ধ সরকার। সেই দায়িত্বশীল নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনার সক্ষমতা একমাত্র বিএনপির পক্ষেই দেওয়া সম্ভব। জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা, স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী রাষ্ট্র কাঠামোর মাধ্যমে দেশকে নতুন করে গড়ে তোলা হবে।

আলোচনা সভায় তিনি আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে ধোবাউড়া প্রেস ক্লাবের ভবন, আধুনিক মিলনায়তন, সাংবাদিক প্রশিক্ষণ, কম্পিউটার, ল্যাপটপ, ড্রোন, ক্যামেরা, আসবাবপত্রসহ আধুনিক ব্যবস্থা এবং সাংবাদিকদের আর্থ সামাজিক উন্নয়নে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, ধোবাউড়া পৌরসভা, কোল্ড স্টোরেজ, খাদ্য গুদাম, মিল কল কারখানা স্থাপন, বেকারত্বের অবসান, কর্মসংস্থান, বাইপাস সড়ক, ইউনিয়নে বেসরকারি হাসপাতাল ও বিনামূল্যে চিকিৎসা, দুর্গম এলাকাসহ গ্রামের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ণ, সড়ক, সেতু নির্মাণ, মুক্তিযোদ্ধা জাদুঘর, গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ ও সড়ক বা স্থাপনার নামকরণ, বন্দর স্থাপন, আধুনিক ও বহুতল বাজার, মহিলা মার্কেট, ক্ষুদ্র জাতিগোষ্ঠী জাদুঘর, পর্যটন কেন্দ্র, পার্ক, তাঁত শিল্পসহ ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন করা হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধোবাউড়া উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক আনিসুর রহমান মানিক। সংগঠনের সদস্যসচিব আবুল হাসেমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম ডলার, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, ধোবাউড়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মতিলাল সরকারসহ বিভিন্ন গণমাধ্যমে উপজেলায় কর্মরত সাংবাদিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বিসিবিতে যাচ্ছেন না আসিফ নজরুল Jan 07, 2026
img
আগামী অর্থবছরেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে: এনবিআর চেয়ারম্যান Jan 07, 2026
img
স্ত্রীসহ ডেল্টা গ্রুপের চেয়ারম্যান ফারুকের দেশত্যাগে নিষেধাজ্ঞা Jan 07, 2026
img
মার্কিন ধাওয়া খাওয়া সেই তেলের ট্যাংকার রক্ষায় সাবমেরিন পাঠালো রাশিয়া Jan 07, 2026
img
এবারের নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা: ইসি সানাউল্লাহ Jan 07, 2026
img
সৌমিতৃষার কোন বিষয়ে ক্ষুব্ধ পরমা? Jan 07, 2026
img
গ্রিনল্যান্ড দখলের বিষয়ে আলোচনা চলছে: হোয়াইট হাউস Jan 07, 2026
দল থেকে পদত্যাগকারীদের ফেরানোর চেষ্টায় এনসিপি Jan 07, 2026
img
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন Jan 07, 2026
img
'ভারত বিশ্বাসঘাতকে ভরে গিয়েছে!' কাকে ইঙ্গিত করে বললেন দেবলীনা? Jan 07, 2026
img
জাতীয় পার্টিকে ভোটে অংশ নিতে না দেওয়ার নির্দেশনা চেয়ে রিট Jan 07, 2026
img
অ্যাশেজে ইতিহাস গড়লেন ২২ বছর বয়সী ক্রিকেটার Jan 07, 2026
img
স্যাটেলাইটের বহুমাত্রিক ব্যবহার বাড়ালে প্রকৃত সুফল পাওয়া যাবে: তথ্য উপদেষ্টা Jan 07, 2026
img
জকসু নির্বাচন: ১৩ কেন্দ্রে ভিপি পদে এগিয়ে রাকিব Jan 07, 2026
img
হাড় কাঁপানো শীতে রুনা খানের নতুন লুক Jan 07, 2026
img
আইসিসি একটা সমাধানে আসুক : আসিফ আকবর Jan 07, 2026
img

মানবতাবিরোধী অপরাধ

রাষ্ট্রীয় খরচে জয়ের হয়ে লড়বেন আইনজীবী মনজুর আলম Jan 07, 2026
img
পর্যবেক্ষকদের আবেগ নিয়ন্ত্রণে সতর্ক থাকার আহ্বান নির্বাচন কমিশনের Jan 07, 2026
img
মুস্তাফিজ ইস্যুতে কেকেআরের সম্ভাব্য বিকল্প জানালেন আকাশ চোপড়া Jan 07, 2026
img
মাদুরোকে ‘অপহৃত’ না বলতে নির্দেশ দিল বিবিসি Jan 07, 2026