বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদনে চ্যালেঞ্জ দেখছেন আকাশ চোপড়া

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে বাংলাদেশ দলকে ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ব্যাপারে স্পষ্ট বিবৃতিতে কঠোর বার্তা দিয়েছে বোর্ড। সাথে আইসিসিকে ই-মেইলে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নিরপেক্ষ ভেন্যুতে নেওয়ার আবেদনও করেছে বিসিবি।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বেশ সরগরম দেশের ক্রিকেট অঙ্গন। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় মুস্তাফিজকে। তবে বিসিসিআইয়ের নির্দেশনায় ফিজকে দল থেকে ছেড়ে দিতে কেকেআরকে। একজন প্লেয়ারকে আইপিএলে নিরাপত্তা দিতে না পারলে এক মাস পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে কীভাবে বাংলাদেশ দল এবং দল সংশ্লিষ্ট সবাইকে নিরাপত্তা দেবে ভারত? এমন প্রশ্ন উঠছে ৩ জানুয়ারি থেকেই।

তখন থেকে ২ দফায় সভা করেছেন বিসিবির কর্তারা। অবশেষে বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে বিসিবি। ঘটনায় যুক্ত হয়েছে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারও। বর্তমান যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ফেসবুক পেইজের পোস্টেও বাংলাদেশের প্রতি অবমাননা মেনে না নেওয়ার হুঙ্কার দেন। ‘গোলামীর দিন শেষ!’ লিখে ভারতের দিকে কঠোর বার্তা ছুঁড়ে দেন আসিফ



বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু বদলের আবেদন নিয়ে বর্তমানে বেশ উত্তপ্ত ক্রিকেটের অঙ্গন। ভারতের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া এর আগে মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় বলেছিলেন, ‘একদম ঠিক কাজ হয়েছে।’

এবার এক্সে এক ভিডিওবার্তায় আকাশ বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছে, “ভারতে আমরা বিশ্বকাপ খেলব না, আমাদের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তন করে দিন।” এই টুর্নামেন্ট এমনিতেই দুটি ভেন্যুতে হচ্ছে। ভারতের সাথে ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাও আছে। তাদের ম্যাচ যেন শ্রীলঙ্কাতে হয়, এভাবে তারা আইসিসিকে বলেছে। মাত্র এক মাস বাকি আছে (বিশ্বকাপের)। বল এখন আইসিসির কোর্টে। তারা সিদ্ধান্ত নেবে কী করবে। লজিস্টিক্যালি কাজটা অনেক কঠিন হবে। একদম শর্ট নোটিশে ম্যাচের ভেন্যুতে বদল আনতে হবে।’

আকাশ আরও বলেন, ‘অনেকে বলবে, ভারত তো চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে পাকিস্তানে যায়নি, তখন তো ভারত কথা বলেছে। আমি বলতে চাই আমরা ৬ মাস আগেই বলেছি আমরা পাকিস্তানে যেতে পারব না, আমাদের ছাড়া টুর্নামেন্ট করতে চাইলে করতে পারেন। এটাই ভারতের কথা ছিল। যে কারণে আইসিসির কাছে লম্বা সময় ছিল লজিস্টিক্যাল চ্যালেঞ্জ ওভারকাম করার ব্যাপারে। এখানে এমনটা হচ্ছে না। বেশ ইন্টারেস্টিং ব্যাপার। এখনও এর শেষ দেখিনি আমরা।’

বিশ্বকাপের সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের ৩ ম্যাচ কলকাতায়, ১ ম্যাচ মুম্বাইয়ে

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
‎রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি Jan 08, 2026
img

খুলনা-১ আসন

২০ কোটি টাকার সম্পদের মালিক কৃষ্ণ নন্দী, বছরে আয় ৬ লাখ Jan 08, 2026
img
ট্রাম্পের নির্দেশে ভারত নেতৃত্বাধীন আন্তর্জাতিক সৌর জোট থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র Jan 08, 2026
img
ভারতের সর্বকালের সেরা সিনেমার তালিকার শীর্ষে ‘ধুরন্ধর’ Jan 08, 2026
img
নির্বাচন পর্যবেক্ষণে আসবেন ইইউয়ের ২০০ প্রতিনিধি Jan 08, 2026
img
দ্রুততম ফিফটি করলেন ভারতীয় দলে উপেক্ষিত সরফরাজ Jan 08, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের Jan 08, 2026
img
৩০ বছরে আমার অভিনয় দেখে কেউ বিরক্ত হয়নি: জয় Jan 08, 2026
img
ক্যানসার আক্রান্ত ইংলিশ ফুটবল কিংবদন্তি কিগান Jan 08, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সূচি ঘোষণা Jan 08, 2026
img
পাশা ভাই-কাবিলাদের জীবনে স্পর্শিয়ার আগমন আশীর্বাদ নাকি বিপদ! Jan 08, 2026
img
‘আমাকে যেকোনো সময় মেরে ফেলতে পারে’ স্ত্রীকে প্রায়ই বলতেন মুসাব্বির Jan 08, 2026
img

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

‘কারো আচরণ দেশের জন্য মর্যাদাহানিকর মনে হলে আমরা জবাব দেওয়ার অধিকার রাখি’ Jan 08, 2026
img
হারের হেক্সা পূরণ নোয়াখালী এক্সপ্রেসের, রাজশাহীর জয়ের হ্যাটট্রিক Jan 08, 2026
img
বিইআরসি'র আশ্বাসে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার Jan 08, 2026
img
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের খসড়া প্রস্তুত Jan 08, 2026
img
কোম্পানির অপরাধে থাকবে শুধু অর্থদণ্ডের বিধান : প্রেস সচিব Jan 08, 2026
৩৬৩টি আইফোন সহ ৩ চীনা নাগরিক আটক; যা বলছে পুলিশ Jan 08, 2026
রাষ্ট্রটা মনে হয় গঠন হলো না জাতি টা মনে হয় নতুন ভাবে গঠন হলো না Jan 08, 2026
দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন মিমি Jan 08, 2026