ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকার মধ্যে রয়েছে ভারতভিত্তিক একমাত্র সংস্থা 'আন্তর্জাতিক সৌর জোট' বা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স (আইএসএ)। বুধবার (৭জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।
২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পরই ট্রাম্প আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পর্যালোচনার নির্দেশ দিয়েছিলেন। তার 'আমেরিকা ফার্স্ট' নীতির সঙ্গে সাংঘর্ষিক বা মার্কিন স্বার্থের পরিপন্থী বিবেচিত হওয়ায় জাতিসংঘের ৩১টি সংস্থাসহ মোট ৬৬টি প্রতিষ্ঠান থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র।
২০১৫ সালে প্যারিসে কপ-২১ সম্মেলনের সময় ভারত ও ফ্রান্সের যৌথ উদ্যোগে আইএসএ গঠিত হয়। এর সদর দপ্তর ভারতের হরিয়ানার গুরুগ্রামে অবস্থিত। কর্কট ও মকর ক্রান্তিরেখার মধ্যবর্তী দেশগুলোতে সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলাই ছিল এই জোটের মূল লক্ষ্য। বর্তমানে ১০০টিরও বেশি দেশ এই জোটের সদস্য।
ট্রাম্প বরাবরই নবায়নযোগ্য শক্তির সমালোচনা করে আসছেন এবং তিনি জলবায়ু পরিবর্তনকে 'সবচেয়ে বড় প্রতারণা' হিসেবে অভিহিত করেছেন। তার প্রশাসনের দাবি, সৌরবিদ্যুতের চেয়ে জীবাশ্ম জ্বালানি বা থার্মাল পাওয়ার মার্কিন অর্থনীতির জন্য বেশি লাভজনক। এরই ধারাবাহিকতায় ফেডারেল জমিতে নতুন সৌর প্রকল্পের অনুমোদনও কমিয়ে দিয়েছে বর্তমান মার্কিন প্রশাসন।
এবি/টিএ