মাদ্রাজ হাই কোর্টে বিজয়ী ‘জন নয়াগন’ বিজয়

থালাপতি বিজয়ের ফিল্মি কেরিয়ারের শেষ সিনেমার মুক্তিতে অবশেষে টালবাহানার অবসান। দক্ষিণী তারকার দায়ের করা মামলার ভিত্তিতে শুক্রবার সেন্সর বোর্ডকে ‘U/A’ ছাড়পত্র দেওয়ার নির্দেশ দিল মাদ্রাজ হাই কোর্ট। ‘জন নয়াগন’-এর মুক্তি পিছনো নিয়ে দিন কয়েক ধরেই তামিলনাড়ুতে ঝড়। তামিল সিনেইন্ডাস্ট্রির তারকারাও বিজয়ের সমর্থনে মিছিল করেছিলেন। এবার অবশেষে ‘বিগ ফ্রাইডে নিউজ’ অনুরাগীদের ‘থলপতি’র জন্য। ‘জন নয়াগন’-এর মুক্তিতে আর কোনও বাঁধা থাকছে না।
 
কথা ছিল, ৯ জানুয়ারি থলপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নয়াগন’-এর রিলিজ করবে। তবে বুধবার আচমকাই জানা যায়, শুক্রবার মুক্তি পাচ্ছে না বিজয়ের বহু প্রতীক্ষিত ছবিটি। সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় তাই মাদ্রাজ হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্মাতারা। বুধবার আদালত নির্দেশ দিয়েছিল, এই ছবি খতিয়ে দেখার জন্য নতুন কমিটি গঠন করতে হবে। ফলত সেসময়ে জানা যায়, অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে থলপতির ‘জন নয়াগন’-এর মুক্তি। এদিকে সিনেমার রিলিজ পিছনোর নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের আঁচ পেয়েছিলেন ওয়াকিবহালমহল।

বিশ্লেষকদের মতে, সামনেই তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। যেখানে বিজয়ের দল টিভিকে-র সঙ্গে জোটের কথা ভাবছে কংগ্রেস। রাহুল গান্ধীর সঙ্গে তামিল তারকার দারুণ বন্ধুত্বও রয়েছে। জোট নিয়ে অভিনেতা সবুজ সংকেত দিয়ে ফেলেছেন বলেও শোনা যাচ্ছে। তবে বিজেপিও নাকি থলপতির সঙ্গে জোটে আগ্রহী ছিল। কিন্তু সেই সম্ভাবনা একেবারে নেই বলেই মনে করছে রাজনৈতিক মহল। সেখান থেকেই প্রশ্ন উঠেছিল, তাহলে কি বিজেপিকে প্রত্যাখ্যান করে কংগ্রেসের দিকে ঝোঁকাটাই কাল হল বিজয়ের?

কারণ প্রথমে কারুর পদপিষ্ট কাণ্ডে সিবিআই তলব, তারপর ছবি মুক্তিতে বাধা! যার নেপথ্যে জটিল রাজনৈতিক অঙ্কের আশঙ্কাই করেছিলেন ওয়াকিবহালমহল। তবে ৯ জানুয়ারি, ‘জন নয়াগন’-এর পূর্ব নির্ধারিত মুক্তির দিনেই মাদ্রাজ হাই কোর্টে বড় জয় পেলেন থলপতি বিজয়। কিন্তু কোর্টের তরফে ছাড়পত্র পেলেও ঠিক কবে প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখবে এই সিনেমা? সেই উত্তর এখনও অধরা। জানা গিয়েছে, সেন্সর বোর্ডের তরফে রিলিজের ছাড়পত্র পেলেই রিলিজের নয়া দিনক্ষণ ঘোষণা করা হবে নির্মাতাদের তরফে।

তামিল সিনেইন্ডাস্ট্রিতে দীর্ঘ ৩ দশক রাজত্ব করেছেন বিজয়। নিজস্ব অভিনয়গুণেই দর্শক-অনুরাগীদের মনের ‘থালাপতি’ হয়ে উঠেছিলেন তিনি। আমজনতার নাড়িস্পন্দন বুঝে সিনেপর্দায় সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠতে একাধিকবার দেখা গিয়েছে তাঁকে। তবে ‘জননায়ক’ হয়ে উঠতে সম্প্রতি সেই অভিনয় জীবনে ইতি টানার ঘোষণা করেন থলপতি বিজয়। চোখে জল নিয়ে সিনেমাকে ‘আলবিদা’ জানানো দক্ষিণী সুপারস্টারের ‘পাখির চোখ’ এখন তামিলনাডু় নির্বাচনে। তার প্রাক্কালেই ‘জন নয়াগন’-এর রিলিজ নিয়ে সংশ্লিষ্ট রাজ্যে ঝড়।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আশুলিয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের এসআইসহ আহত ২ Jan 10, 2026
জাতীয় সরকার প্রশ্নে বিএনপি-জামায়াত কোন পথে? Jan 10, 2026
এবার মেক্সিকোতে হামলার পরিকল্পনা ট্রাম্পের Jan 10, 2026
তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর নেতাকর্মীর আলহামদুলিল্লাহ পাঠ Jan 10, 2026
পুতিনের বাসভবনে ড্রোন হামলার জবাবে লভিভে আঘাত হেনেছে রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র Jan 10, 2026
মাচাদোর সঙ্গে শিগগিরই সাক্ষাৎ করবেন ট্রাম্প Jan 10, 2026
বেগম জিয়া সম্ভবত আমাকে সাংবাদিক হিসেবে পছন্দ করতেন: আইন উপদেষ্টা Jan 10, 2026
হা-দি ও স্বেচ্ছাসেবকদল নেতার ঘটনায় ইশরাকের মন্তব্য! Jan 10, 2026
যেভাবে দোয়া করলে কবুল হয় Jan 10, 2026
তেলের চেয়েও বড় চমক নিয়ে বিশ্ব রাজনীতির কেন্দ্রে ভেনেজুয়েলা Jan 10, 2026
তামিমকে ভারতীয় দা-লা-ল বললেন বিসিবি পরিচালক Jan 10, 2026
খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে যোগ দিলেন ডা. জুবাইদা রহমান Jan 10, 2026
নতুন সিজনে দর্শকের জন্য হাসি আর চমক Jan 10, 2026
img
ইরান সরকারের জন্য নতুন সতর্কবার্তা ট্রাম্পের Jan 10, 2026
বিসিবি পরিচালকের পোস্টে তোলপাড় দেশের ক্রিকেট Jan 10, 2026
img
বেগম জিয়া রাজনীতিতে কখনো প্রতিহিংসার চর্চা করেননি: ড. জিয়াউদ্দিন হায়দার Jan 10, 2026
img
রাশিয়া ও ভেনেজুয়েলার ২ তেলবাহী জাহাজ আটক যুক্তরাষ্ট্রের Jan 10, 2026
img
কুড়িগ্রামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বহিষ্কার Jan 10, 2026
img
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর Jan 10, 2026
img
জকসু ও হল সংসদের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন Jan 10, 2026