আটলান্টিক মহাসাগরে দু’টি তেলবাহী জাহাজ বাজেয়াপ্ত করেছে যুক্তরাষ্ট্র। বুধবার আটক দু’জাহাজের একটি জাহাজ রাশিয়ার ও অপরটি ভেনেজুয়েলার।
প্রায় এক সপ্তাহ ধাওয়া করার পর যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড এবং মার্কিন সেনাদের একটি বিশেষ দল আটক করার আইনি অনুমতিপত্র নিয়ে মারিনেরা নামের তেলের জাহাজটি আটক করে। এই জাহাজটিকে দীর্ঘদিন ধরে নজরে রেখেছিল যুক্তরাষ্ট্র।
জাহাজটিতে তখন রাশিয়ার পতাকা উড়তে ছিল। ওই অঞ্চলে রাশিয়ার একটি সাবমেরিন আছে। এই ঘটনায় রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো তিক্ত হবে বলেই মনে করা হচ্ছে। ভেনেজুয়েলার ঘটনায় যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছে রাশিয়া।
অন্যদিকে এম সোফিয়া নামে ভেনেজুয়েলার তেলবাহী অপর একটি জাহাজ আটক করেছে মার্কিন কোস্ট গার্ড।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করার পর ওই অঞ্চলে তেল বাণিজ্য নিয়ে কড়া নজরদারি চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। নিষেধাজ্ঞা আছে এমন জাহাজকে তেল সরবরাহ করতে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র।
ইউটি