ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শ্রীনগর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকামুখী সুরভী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে এক পুরুষ আরোহী নিহত ও অপরজন গুরুতর আঘাত পান।
ঘটনার পরপরই খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। অন্যজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য কাছের হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইউটি/টিএ