জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ এ নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জকসু ও হল সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ও হল সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা-২০২৫ অনুযায়ী, দ্বিতীয় ভাগের দ্বিতীয় অধ্যায়ের বিধি ৫(৩) অনুসারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষ পদাধিকারবলে যথাক্রমে কেন্দ্রীয় সংসদে সভাপতি ও কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করবেন।
একই সঙ্গে তৃতীয় ভাগের দ্বিতীয় অধ্যায়ের বিধি ৫(৪) ও ৫(৫) অনুযায়ী, হল সংসদের সভাপতি হবেন সংশ্লিষ্ট হলের প্রভোস্ট।
প্রজ্ঞাপন অনুযায়ী কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাহী কমিটিতে পদাধিকারবলে সভাপতি হয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং পদাধিকারবলে কোষাধ্যক্ষ হয়েছেন জবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন। এছাড়া পদাধিকারবলে হল সংসদের সভাপতি হয়েছেন প্রভোস্ট অধ্যাপক ড. আনজুমান আরা উর্মি। প্রভোস্ট ও হল সংসদের সভাপতি হাউজ টিউটরদের মধ্যে যে কোনো একজনকে কোষাধ্যক্ষ নিয়োগ দেবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপনে জকসুর নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম ও জিএস আব্দুল আলিম আরিফসহ বাকি সদস্যের নাম ঘোষণা করা।
এর আগে, গত মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করে।
ইউটি/টিএ