কুড়িগ্রাম-৪ আসনে নির্বাচনি মাঠে স্বামী-স্ত্রীর লড়াই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) সৃষ্টি হয়েছে এক ব্যতিক্রমী রাজনৈতিক পরিস্থিতি। একই আসনে স্বামী ও স্ত্রী ভিন্ন রাজনৈতিক দল থেকে প্রার্থী হওয়ায় স্থানীয় রাজনীতি ও ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।

এই আসনে জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়েছেন কে এম ফজলুল মন্ডল। আর তার সহধর্মিণী মোছা. শেফালী বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মনোনয়নে।
কে এম ফজলুল হক তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ হয়েছে দাবি করলেও শেফালী বেগমের দাবি আইনিভাবে ফজলুল হক এখনো তার স্বামী। তবে কয়েকবছর ধরে তাদের মাঝে মনোমালিন্য চলছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাধারণত একই পরিবারের সদস্যরা একই রাজনৈতিক আদর্শে যুক্ত থাকলেও স্বামী-স্ত্রীর ভিন্ন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা এই অঞ্চলের রাজনীতিতে বিরল ঘটনা। এতে করে নির্বাচনী প্রতিযোগিতা যেমন তীব্র হচ্ছে, তেমনি ভোটের মাঠে বাড়ছে সাধারণ মানুষের আগ্রহ ও আলোচনা।

এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক ভোটার বিষয়টিকে ব্যতিক্রমী ও কৌতূহলোদ্দীপক হিসেবে দেখছেন।

রাজিবপুর উপজেলার আমিনুল ইসলাম, এরশাদুল ইসলামসহ অনেকেই জানান, তারা পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি বিবেচনায় না এনে প্রার্থীদের রাজনৈতিক অবস্থান, যোগ্যতা এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার সক্ষমতার ওপর ভিত্তি করেই ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবেন।

কুড়িগ্রাম-৪ আসনটি জেলার একটি গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকা। এখানে একাধিক রাজনৈতিক দলের প্রার্থী থাকলেও স্বামী-স্ত্রীর ভিন্ন রাজনৈতিক ব্যানারে নির্বাচন করাই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। নির্বাচন কমিশনের মনোনয়ন যাচাই-বাছাই শেষে উভয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে জাতীয় পার্টির প্রার্থী কে এম ফজলুল মন্ডল বলেন, দীর্ঘদিন ধরে শেফালী আক্তারের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। তিনি আমার সাবেক স্ত্রী। তিনি আগে সরকারি চাকরিতে কর্মরত ছিলেন এবং চাকরি ছেড়ে দেওয়ার তিন বছরও পূর্ণ হয়নি। কীভাবে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধতা দিলেন, তা আমার জানা নেই।

বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী মোছা. শেফালী বেগম বলেন, কেএম ফজলুল মন্ডল আইনিভাবে এখনো আমার স্বামী। চলতি মাসের ৩ তারিখে আমার বাড়িতে এসে সময় কাটিয়ে গেছেন এবং মনোনয়ন প্রত্যাহারের কথাও বলে গেছেন। তিনি মনোনয়ন প্রত্যাহার করবেন না।

চাকরি ছাড়ার বিষয়ে তার স্বামীর অভিযোগের পেক্ষিতে তিনি আরও বলেন, আমি ৪/৫ বছর আগে স্বেচ্ছায় শিক্ষকতা চাকরি থেকে অবসর নিয়েছি। আমার স্বামীর অভিযোগ সঠিক নয়।
এ বিষয়ে চর রাজিবপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন বলেন, ফজলুল মাঝে মধ্যে তার শ্বশুরবাড়িতে স্ত্রীর কাছে আসেন। তবে গত ৩ তারিখে এসেছিলেন কিনা তার জানা নেই।

কুড়িগ্রাম-৪ আসনের এই নির্বাচন শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাই নয়, বরং স্বামী-স্ত্রীর মুখোমুখি লড়াইয়ের কারণে একটি ব্যতিক্রমী ও আলোচিত নির্বাচনী অধ্যায়ে পরিণত হয়েছে।

স্বামী-স্ত্রীর প্রতিদ্বন্দিতায় ভোটের রায়ে কুড়িগ্রাম-৪ আসনের জনগণ কাকে তাদের সংসদীয় প্রতিনিধি হিসেবে বেছে নেন এবং এই আলোচিত লড়াইয়ের শেষ পরিণতি কোন দিকে গড়ায়।
সবশেষ তথ্যানুযায়ী এই আসনে গত শুক্রবার (২ ডিসেম্বর) আটজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এখন তারা প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৭৫৩ জন।

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী Jan 08, 2026
img
ঢাকায় দিনের তাপমাত্রা বাড়ার আভাস, শুষ্ক থাকবে আবহাওয়া Jan 08, 2026
img
আবারও বিশ্বসেরা আফগানিস্তানের জাফরান Jan 08, 2026
img
সালমান ও রণবীরের সঙ্গে কাজ করা পরিচালক সমকামী, বলিউড নিয়ে নতুন তথ্য ফাঁস Jan 08, 2026
img
প্যারিসে ভারী তুষারপাত, ২ দিনের সতর্কতা জারি Jan 08, 2026
img
নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি Jan 08, 2026
img
১৬ মিনিটের মধ্যে ৪ গোল, বড় জয়ে ফাইনালে বার্সেলোনা Jan 08, 2026
img
নোয়াখালীতে প্রচণ্ড শীতে ভোগান্তিতে উপকূলীয় জনজীবন Jan 08, 2026
img
সেন্সর ঝামেলায় আটকে গেল বিজয়ের ‘জন নয়াগন’ Jan 08, 2026
img
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার Jan 08, 2026
img
অতীত পেরিয়ে নতুন জীবন, বাবা হওয়ার খবরে রণদীপের নতুন রূপ Jan 08, 2026
img
সরকারি প্রাথমিক স্কুলে স্বাস্থ্যসেবায় নতুন কর্মসূচি বাড়াচ্ছে সরকার Jan 08, 2026
img
জবির হল সংসদে ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত প্যানেলের জয় Jan 08, 2026
img
রাশিয়া আর চীন একমাত্র যুক্তরাষ্ট্রকেই ভয় ও সম্মান করে: ট্রাম্প Jan 08, 2026
img
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রির ঘরে Jan 08, 2026
img
নবম পে-স্কেলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ! Jan 08, 2026
img
ডিভোর্সের ১১ মাস পর নতুন ইঙ্গিত, ফের কাছাকাছি চাহাল-ধনশ্রী Jan 08, 2026
img
এবার কলকাতা উপ-হাইক‌মিশনেও ভিসা সেবা বন্ধ করল বাংলাদেশ Jan 08, 2026
img
বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বন্ধ প্রশিক্ষণ কক্ষে অগ্নিকাণ্ড Jan 08, 2026
img
রাতে খাওয়া বন্ধ করলে কি ওজন কমে? Jan 08, 2026