জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের চারটি কেন্দ্রের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, চার কেন্দ্রের মধ্যে তিনটিতে শিবির সমর্থিত ভিপি প্রার্থী এবং একটি কেন্দ্রে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এগিয়ে রয়েছেন। এ ছাড়া জিএস পদে চারটি ও এজিএস পদে তিনটি কেন্দ্রেই শিবির সমর্থিত প্যানেল এগিয়ে রয়েছে।
ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর বুধবার সকাল সাড়ে সাতটার দিকে এসব কেন্দ্রের ফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফল অনুযায়ী, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে ভিপি পদে শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম ১০০ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত মো. রাকিব পেয়েছেন ৯১ ভোট। জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ ৯০ ভোটে এগিয়ে রয়েছেন, এ পদে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কোবরা পেয়েছেন ৪৫ ভোট। এজিএস পদে শিবির সমর্থিত মাসুদ রানা ৯৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। এ পদে ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪৫ ভোট।
নৃবিজ্ঞান বিভাগে ভিপি পদে শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম ১২৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ছাত্রদল সমর্থিত মো. রাকিব পেয়েছেন ১১৮ ভোট। জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট, বিপরীতে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কোবরা পেয়েছেন ৭৩ ভোট। তবে এজিএস পদে ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল ১২৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এ পদে শিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ১০২ ভোট।
লোক প্রশাসন বিভাগে ভিপি পদে ছাত্রদল সমর্থিত মো. রাকিব ১৩২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২২ ভোট। জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ ১২৩ ভোটে এগিয়ে থাকলেও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কোবরা পেয়েছেন ৬২ ভোট। এজিএস পদে শিবির সমর্থিত মাসুদ রানা ১৩০ ভোট পেয়ে এগিয়ে আছেন, এ পদে ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১০৬ ভোট। ফার্মেসি বিভাগে তিনটি শীর্ষ পদেই শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ৭৮ ভোট, ছাত্রদল সমর্থিত মো. রাকিব পেয়েছেন ৫৩ ভোট। জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ ৮৩ ভোটে এগিয়ে আছেন, বিপরীতে খাদিজাতুল কোবরা পেয়েছেন ২৬ ভোট। এজিএস পদে শিবির প্যানেলের মাসুদ রানা ৭৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন, আর ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪৫ ভোট।
ফলাফল ঘোষণা শেষে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ বলেন, আমরা চারটি কেন্দ্রের ফল প্রকাশ করেছি। এখন থেকে ধারাবাহিক ভাবে প্রতিটি কেন্দ্রের ফলাফল প্রকাশ করতে থাকবো।