জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছয় কেন্দ্রেই শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম ও জিএস আব্দুল আলিম আরিফ ও এজিএস মাসুদ রানা এগিয়ে রয়েছেন।
বুধবার সকাল পৌনে নয়টার দিকে ৩৯ কেন্দ্রের মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ফলাফল ঘোষণা করা হয়।
এর আগে সকাল পৌনে আটটার দিকে চারটি কেন্দ্রের ফলাফল ঘোষণার মাধ্যমে ফলাফল ঘোষণা শুরু করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ।
ফলাফলে জানা যায়, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলর ভিপি পদে রিয়াজুল ইসলাম ১০০, জিএস পদে আব্দুল আলিম আরিফ ৯০ এবং এজিএস পদে মাসুদ রানা ৯৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের ভিপি পদে একেএম রাকিব ৯১, জিএস পদে খাদিজাতুল কোবরা ৪৫, এজিএস পদে আতিকুর রহমান তানজিল ৮৫ ভোট পেয়েছেন।
নৃবিজ্ঞান বিভাগের শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি পদে রিয়াজুল ইসলাম ১২৮, জিএস পদে আব্দুল আলিম আরিফ ১২৩, জিএস পদে মাসুদ রানা ১০২ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের ভিপি পদে একেএম রাকিব ১১৮, জিএস পদে খাদিজাতুল কোবরা ৭৩, এজিএস পদে আতিকুর রহমান তানজিল ১২৬ ভোট পেয়েছেন।
লোকপ্রশাসন বিভাগে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি পদে রিয়াজুল ইসলাম ১২২, জিএস পদে আব্দুল আলিম আরিফ ১২৩, জিএস পদে মাসুদ রানা ১৩০ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের ভিপি পদে একেএম রাকিব ১৩২, জিএস পদে খাদিজাতুল কোবরা ৬২, এজিএস পদে আতিকুর রহমান তানজিল ১০৬ ভোট পেয়েছেন।
ফার্মাসি বিভাগে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি পদে রিয়াজুল ইসলাম ৭৮ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ৮৩, জিএস পদে মাসুদ রানা ৭৮ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের ভিপি পদে একেএম রাকিব ৫৩, জিএস পদে খাদিজাতুল কোবরা ২৬, এজিএস পদে আতিকুর রহমান তানজিল ৪৫ ভোট পেয়েছেন।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি পদে রিয়াজুল ইসলাম ১০৬, জিএস পদে আব্দুল আলিম আরিফ ১১২ এবং এজিএস পদে মাসুদ রানা ১০৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের ভিপি পদে একেএম রাকিব ৯৪, জিএস পদে খাদিজাতুল কোবরা ৫৩, এজিএস পদে আতিকুর রহমান তানজিল ৮০ ভোট পেয়েছেন।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি পদে রিয়াজুল ইসলাম ৫১ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ৪৬, পদে মাসুদ রানা ৪২ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের একেএম রাকিব ৩৯, জিএস পদে খাদিজাতুল কোবরা ১৮, এজিএস পদে আতিকুর রহমান তানজিল ৩০ ভোট পেয়েছেন।
টিজে/এসএন