৮ জানুয়ারি অভিনেত্রী নুসরাত জাহানের জন্মদিন। জন্মদিন মানেই অভিনেত্রী ও তার পরিবারের জন্য বিশেষ আয়োজন। এ বছরও শহরের বাইরে, বোলপুরের একটি রিসর্টে উদযাপন করছেন নুসরাত ও তার স্বামী। ঘনিষ্ঠ সূত্রের খবর, জন্মদিনের পরিকল্পনা করেছেন স্বামী, তবে নায়িকার কাজের ব্যস্ততা থাকলেও পরিবারের সঙ্গে আনন্দ উদযাপন হচ্ছে।
উদযাপনের সূচনা হচ্ছে মধ্যরাত থেকে। দেশি মুরগির ঝোল দিয়ে খাবারের আয়োজন শুরু হবে। দুপুরে রান্না করা হবে মাংসের বিশেষ পদ। জন্মদিনের কেকেও থাকবে বিশেষত্ব। চকোলেট স্বাদের কেক নুসরাতের প্রিয়।
এই আনন্দের দিনে শুধু নুসরাত ও স্বামী নয়, দুই ছেলে ও পরিবারের পোষ্যরাও উপস্থিত থাকবেন। জন্মদিনে নায়িকার কোনও কড়া ডায়েট নেই; তিনি পরিবার ও ঘনিষ্ঠদের সঙ্গে মিলিত হয়ে সমস্ত ধরনের খাবারের স্বাদ নেবেন।
সরাসরি কাজের ব্যস্ততার মধ্যেও পরিবারকে সময় দেওয়া হচ্ছে। এই মাসে নায়িকার একগুচ্ছ অনুষ্ঠান থাকায় শহরে ফিরে আরও বিশেষ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
নুসরাতের জন্মদিনের আনন্দ, পরিবার ও ঘনিষ্ঠদের সঙ্গে মিলিত হওয়া এবং খাদ্যরসিক আয়োজন তাকে আরও সুখময় করে তুলেছে।
এমকে/এসএন