নতুন বছরের শুরুতেই বলিউডে ভাঙনের খবর। আলোচনার কেন্দ্রে খুশি কাপুর ও বেদাঙ্গ রায়না। প্রায় দু’বছরের প্রেমের সম্পর্ক নাকি শেষ। ইন্ডাস্ট্রির অন্দরে যাঁদের ‘পাওয়ার কাপল’ বলে ডাকা হত, সেই জুটির পথ আলাদা হওয়ার খবরে চমক ছড়িয়েছে।
জোয়া আখতারের ছবি ‘আর্চিজ়’-এর শুটিং থেকেই খুশি ও বেদাঙ্গর ঘনিষ্ঠতা বাড়ে। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে প্রেম। ছবির প্রচার থেকে শুরু করে নানা অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি, হাতে হাত রেখে ক্যামেরার সামনে ধরা দেওয়া সব মিলিয়ে তাঁদের সম্পর্ক নিয়ে তেমন রাখঢাক ছিল না। যদিও প্রকাশ্যে কখনও প্রেমের কথা স্বীকার করেননি দু’জনেই। বারবারই বলেছিলেন, তাঁরা কেবল ভালো বন্ধু।
কিন্তু বলিউডের ঘনিষ্ঠ সূত্রের দাবি, সেই সম্পর্ক আর নেই। খুব বেশি দিন হয়নি বিচ্ছেদ হয়েছে। ঠিক কী কারণে এই ভাঙন, তা এখনও অজানা। এই বিষয়ে খুশি বা বেদাঙ্গ কেউই এখনও কোনও বিবৃতি দেননি। যদিও সামাজিক মাধ্যমে তাঁরা একে অপরকে অনুসরণ করছেন, তাই ভাঙনের খবর আরও কৌতূহল বাড়াচ্ছে।
এক সময় সাক্ষাৎকারে বেদাঙ্গ বলেছিলেন, তাঁদের পছন্দ-অপছন্দ, গান শোনা থেকে শুরু করে নানা বিষয়ে মিল রয়েছে। খুশিও একই সুরে কথা বলেছিলেন। গত বছর খুশির পরা একটি পেনডেন্ট নিয়েও গুঞ্জন ছড়িয়েছিল, যদিও তা নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি। সব মিলিয়ে, নিঃশব্দেই কি শেষ হয়ে গেল নতুন প্রজন্মের এই তারকাজুটির গল্প সেই প্রশ্নই এখন ঘুরছে বলিউডে।
আরপি/টিকে