আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আগামী ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। আর বিএনপি এই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে সিলেট থেকে।
আগামী ২২ জানুয়ারি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মৌলভীবাজার সফরে আসবেন। ইতিমধ্যে দলের নেতাকর্মীদের উচ্ছ্বাস বিরাজ করছে।
মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন জানান, সম্ভাব্য তারিখ রয়েছে ২২ জানুয়ারি। ওই দিন বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
জেলা বিএনপির সদস্যসচিব মো. আব্দুর রহিম রিপন জানান, তারেক রহমান হযরত শাহজালাল ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। তার আগমন উপলক্ষে জেলা বিএনপি সার্বিক কার্যক্রম হাতে নিয়েছে। এই সভার মাধ্যমেই আনষ্ঠানিক প্রচারণা শুরু করবে।
টিজে/টিকে