এশিয়া কাপ জয়ের পর ভারতীয় দলের ট্রফি গ্রহণ না করাকে 'মাত্রাতিরিক্ত' বলে অভিহিত করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জেসন হোল্ডার। এই কথা বলেই ভারতীয়দের তোপের মুখে পড়েছেন তিনি। এমনকি হোল্ডারকে বয়কটের দাবি জানিয়েছে দেশটির সমর্থকরা। প্রশ্ন উঠেছে এবারের আইপিএলে খেলতে পারবেন কি হোল্ডার? নাকি ভারতীয়দের তোপে বাদ পড়বেন মোস্তাফিজের মতো?
মূলত, ক্রিকেটের ঐতিহ্য এবং বনেদিয়ানায় ভারত-পাকিস্তান ম্যাচ মানেই একটা সময় ছিলো উত্তেজনা, রোমাঞ্চ আর ক্রিকেটপ্রেমীদের উৎসব। তবে এখন সেখানে জায়গা হয়েছে কূটনৈতিক শীতলতা। মাঠে মুখোমুখি হলেও হাত মেলানো, সৌজন্য বিনিময় এসব ক্ষেত্রেও দেখা মেলে অনীহা। ক্রিকেটটাই রীতিমতো বন্দি হয়ে যাচ্ছে রাজনীতির বেড়াজালে। যার আরও বড় উদাহরণ আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের বাদ পড়া।
এই বাস্তবতার মাঝে এবার মুখ খুলে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন উইন্ডিজের বোলিং অলরাউন্ডার জেসন হোল্ডার। জনপ্রিয় পডকাস্ট 'গেম উইথ গ্রেস' এ কথা বলতে গিয়ে তিনি সরাসরি সমালোচনা করেছেন ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় বৈরিতা নিয়ে। বিশেষ করে এশিয়া কাপ জয়ের পর ভারতীয় দলের ট্রফি গ্রহণ না করাকে তিনি 'মাত্রাতিরিক্ত' বলে উল্লেখ করেছেন। সেই সাথে বলেছেন এসব ক্রিকেটে মানায় না।
ক্যারিবিয়ান এ অলরাউন্ডার বলেন, আমরা যদি বিশ্বশান্তির কথা বলি, তাহলে আমাদের আইডলদের কাছ থেকে এমন আচরণ দেখতে চাই না। ভারত ও পাকিস্তান দুইটাই শক্তিধর। তারা যদি মাঠে ঐক্য দেখাতে পারে, তাহলে ক্রিকেটের বাইরেও বড় বার্তা যাবে। হাত মেলানো, পারস্পরিক সম্মানের মতো ছোট প্রতীকী উদ্যোগ মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে পারে।
তবে হোল্ডারের এমন মন্তব্য মুহুর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয়দের তোপের মুখে পড়েন তিনি। অনেকেই তাকে বয়কটের ডাক দিচ্ছেন। এমনকি আইপিএল থেকে বাদ দেয়ার দাবিও তুলছেন ভারতীয় সমর্থকরা। কেউ কেউ বলছেন ভারতীয় ক্রিকেট নিয়ে এমন মন্তব্য করার অধিকার নেই হোল্ডারের।
ভারতীয় সমর্থকদের ক্ষোভ, হোল্ডারের বিরুদ্ধে বয়কতের ডাক এবং মোস্তাফিজুর রহমানের আইপিএল অধ্যায় সব মিলিয়ে ক্রিকেট যেন আবারও প্রমাণ করলো, মাঠের বাইরের রাজনীতি আজ খেলাটির চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে।
এখন প্রশ্ন হলো, আসন্ন আইপিএলের আসরে গুজরাট টাইটান্সের হয়ে খেলার কথা রয়েছে হোল্ডারের। নিলাম থেকে ৭ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু সেখানে খেলতে পারবেন তো হোল্ডার নাকি মোস্তাফিজের মতো রাজনীতির মাঠে হেরে যেতে হবে এই ক্যারিবিয়ানকেও?
টিজে/টিকে