৪৩ বছর পর প্রাক্তন প্রেমিকার জন্মদিনে শুভেচ্ছা পাঠিয়ে শত্রুঘ্ন সিনহার পুরনো স্মৃতিকে আবার জীবন্ত করে তুললেন। ১৯৭৬ সালে ‘কালীচরণ’ ছবিতে প্রথমবার একসঙ্গে কাজের সূত্রে শত্রুঘ্ন এবং রীনা রায়ের সম্পর্ক গড়ে উঠেছিল। ‘মিলাপ’, ‘সংগ্রাম’, ‘চোর হো তো অ্যায়সা’-এর মতো একাধিক সিনেমার জুটিও গড়েছিলেন তাঁরা। তবে সেই প্রেমের খণ্ডচিত্রে স্ত্রী পুনমের হাতে একবার ধরা পড়েছিলেন শত্রুঘ্ন।
আজও ৪৩ বছর পর, রীনার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করে লিখেছেন, “একজন অত্যন্ত প্রিয় বন্ধু, সর্বকালের সেরা অভিনেত্রীদের একজন, সর্বকালের মনোমুগ্ধকর তারকা, একজন মহান মানুষ, অসাধারণ ব্যক্তিত্বের অধিকারিনীকে জন্মদিনের শুভেচ্ছা। ঈশ্বর তোমার মঙ্গল করুন।”
পুনম সিনহার কথায়, “আমি যখন রীনা ও শত্রুঘ্নের সম্পর্ক জানতে পারি, তখন নিজেই সরে এসেছিলাম। কিন্তু শত্রুঘ্ন এমন কাউকে বিয়ে করতে চায়নি, যাকে সে বিশ্বাস করতে পারবে না।” ১৯৮০ সালে পুনমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও শত্রুঘ্ন স্বীকার করেছেন, সেই সময়ে একবার বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে ধরা পড়েছিলেন।
আরপি/টিকে