দক্ষিণী চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র রাশ্মিকা মান্দানা এই মুহূর্তে কেবল পর্দায় নয়, সম্পত্তি এবং করদাতার তালিকাতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ২০১৬ সালে অভিনয়ে আত্মপ্রকাশের পর থেকে ধারাবাহিক হিট ছবির সঙ্গে নিজের খ্যাতি বৃদ্ধির রেকর্ড গড়েছেন রাশ্মিকা। ‘কিরিক পার্টি’, ‘গীতগোবিন্দম’, ‘পুষ্পা: দ্য রাইজ়’, ‘অ্যানিম্যাল’ এর মতো ছবিতে অভিজ্ঞতা ও জনপ্রিয়তা দুইই অর্জন করেছেন তিনি।
গত বছর একাধিক ছবি মুক্তি পেয়েছে রাশ্মিকার, যার সংখ্যা ছয়টি, যা অন্যান্য অভিনেত্রীদের তুলনায় অনেক বেশি। সূত্রে খবর, আগামী ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই দক্ষিণী সুপারস্টার। তার আগে তিনি এই বছরের শুরুতেই কর্ণাটকের কোডগু জেলার সর্বোচ্চ করদাতার তালিকায় স্থান করে নিয়েছেন, প্রায় ৪.৬৯ কোটি টাকা কর দিয়েছেন।
রাশ্মিকার সম্পত্তির পরিমাণও আশ্চর্যজনক। বেঙ্গালুরুতে বিশাল প্রাসাদোপম বাড়ি রয়েছে, যার মূল্য প্রায় চার কোটি টাকা। মুম্বইতেও তিনি একটি বিলাসবহুল বাড়ির মালকিন। গাড়ির সংগ্রহও কম নয়; মার্সিডিজ় সি ক্লাস, অডি কিউ থ্রি এবং রেঞ্জ রোভারসহ একাধিক বিলাসবহুল গাড়ি তাঁর গ্যারাজে রয়েছে। এছাড়া বিভিন্ন রিয়্যাল এস্টেটে বিপুল বিনিয়োগ করেছেন তিনি।
ছবিপিছু পারিশ্রমিকও উল্লেখযোগ্য। বর্তমানে তিনি ছবিপিছু চার কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। সব মিলিয়ে রাশ্মিকার সম্পদের পরিমাণ ৪৫ কোটি টাকারও বেশি বলে বিভিন্ন সূত্র জানাচ্ছে। কম সময়ে ইন্ডাস্ট্রিতে নিজের স্থান পাকা করে, তিনি দক্ষিণী চলচ্চিত্রের সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হয়ে উঠেছেন।
রাশ্মিকার এই সাফল্য কেবল খ্যাতি বা অর্থে সীমাবদ্ধ নয়; পরিশ্রম, ধারাবাহিকতা এবং দর্শকপ্রিয়তার সমন্বয়ে তিনি নিজের অবস্থান সুদৃঢ় করেছেন, যা আগামী বিয়ের আগে আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে তাঁকে।
আরপি/টিকে