সদ্যোজাত সন্তানকে নিয়েও কৌতুকাভিনেতা ও সঞ্চালিকা ভারতী সিংহের জীবন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ১৯ ডিসেম্বর তিনি দ্বিতীয়বার মা হয়েছেন। যদিও প্রত্যাশা ছিল কন্যাসন্তান, তবে দ্বিতীয়বারও পুত্রসন্তান জন্মেছে। ভারতী জন্মের পরই জানিয়েছিলেন, এই মুহূর্তে তিনি দ্বিতীয় সন্তানকে কিছুতেই ভালবাসতে পারছেন না। সন্তান জন্মের সঙ্গে সঙ্গে আবারও কাজে ফিরেছেন ভারতী।
এরই মধ্যে তাঁর বড় ছেলে লক্ষ্য আচমকাই একটি দাবি জানান, সে বাড়ি ছেড়ে চলে যেতে চায়। ভারতী জানান, ‘‘ছেলের মুখে এমন কথা শুনে বুকটা ফাঁকা হয়ে যায়। তখন কাঁদতে শুরু করি। এরপর ওকে বোঝালাম, আমাদের মধ্যে ভালোবাসা সবসময় থাকবে।’’ ছোট্ট লক্ষ্য এরপরই মাকে শান্ত করে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে ভারতীর অভিজ্ঞতা নিয়ে আলোচনার ঝড় উঠেছে।
ভারতী ও স্বামী হর্ষের সংসার ২০১৭ সালে গড়া। তাদের প্রথম সন্তান লক্ষ্যের জন্ম ২০২২ সালে। ভারতী জানিয়েছেন, তৃতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা আছে, কিন্তু বড় ছেলে সর্বদা পরিবারের কেন্দ্রে থাকবে। ভারতী এবং হর্ষ উভয়েই ভবিষ্যতে কন্যাসন্তান নেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
ছোট্ট লক্ষ্য ও সদ্যোজাতের মধ্যে ভারসাম্য বজায় রাখতে ভারতী চেষ্টা করছেন। নিজের ব্যক্তিগত জীবনকে স্বচ্ছন্দ এবং পরিবারের আনন্দময় রাখতে এমন ছোট ছোট ঘটনা ও অভিজ্ঞতাগুলো তাঁকে আরও নিবিড়ভাবে মাতৃত্বের পথে দাঁড় করাচ্ছে।
আরপি/টিকে