চলমান বিক্ষোভে যদি বিক্ষোভকারীদের হত্যা করা হয় তাহলে ইরানে শক্তিশালী হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কনজারভেটিভ রেডিও হোস্ট হাগ হেউইটকে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, “আমি তাদের (ইরান সরকার) জানিয়ে দিয়েছি যদি তারা মানুষকে হত্যা করা শুরু করে, যেটি তারা দাঙ্গার সময় করে থাকে, যদি (এবার) তারা এমনটি করে। তাহলে আমরা তাদের ওপর খুব শক্তভাবে আঘাত হানব।”
তিনি আরও বলেন, “আমরা খুব কাছ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তারা জানে এবং তাদের খুব শক্তভাবে বলা হয়েছে, এখন আমি আরও শক্তভাবে বলছি। যদি তারা বিক্ষোভকারীদের হত্যা শুরু করে তাহলে তাদের চড়া মূল্য দিতে হবে।”
ইরানের মানুষের জন্য কি বার্তা দেবেন এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “আপনাদের স্বাধীনতার ব্যাপারে অনুভূতি খুবই দৃঢ় হওয়া প্রয়োজন।”
সূত্র: বিবিসি
পিএ/টিএ