বিপিএলের এবারের আসরের শুরু থেকেই আইন শৃঙ্খলা ও নিয়ম নীতি নিয়ে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছিল বিসিবি। বিশেষ করে বিপিএলের গত আসরে বেশ কিছু ফিক্সিংয়ের অভিযোগের প্রেক্ষিতে নড়েচড়ে বসেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা।
এরই পরিপ্রেক্ষিতে কঠোর নিয়মকানুন মানতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। এরই ধারাবাহিকতায় বিপিএলের দল ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদের মোবাইল ফোন জব্দ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন ইউনিট।
সাম্প্রতিক সময়ে বিসিবির দুর্নীতি দমন কার্যক্রমের অংশ হিসেবেই ফাহাদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলা হয়েছে প্রতিবেদনে। বিপিএলসহ দেশের ঘরোয়া ক্রিকেটে যেকোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা অসদাচরণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বোর্ড।
সেই নীতির আলোকে সন্দেহজনক যেকোনো বিষয় খতিয়ে দেখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। তদন্ত প্রক্রিয়ার স্বার্থে সংশ্লিষ্ট যে কারো ফোনসহ প্রয়োজনীয় ডিভাইস জব্দ করতে পারে বিসিবি। এই বিষয়টি একটি স্বাভাবিক প্রক্রিয়াই। তারই অংশ হিসেবে ফাহাদের ফোন জব্দ করা হয়েছে।
যদিও এই মুহূর্তে ফাহাদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ তোলা হয়নি। বিসিবি বিপিএল ও ডিপিএলসহ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখতে সাম্প্রতিক বছরগুলোতে তাদের নজরদারি জোরদার করেছে। ম্যাচ ফিক্সিং, তথ্য পাচার কিংবা আচরণবিধি লঙ্ঘনের মতো বিষয়গুলোকে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
আইকে/টিএ