ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে একটি ড্রাম্প ট্রাকের চাপায় অজ্ঞাতপরিচয় এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের গোড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাহাড়ি এলাকা থেকে প্রতিদিন রাত থেকে সকাল পর্যন্ত লাল মাটি ভর্তি শতাধিক ভারী ড্রাম্প ট্রাক চলাচল করে। শুক্রবার সকালে গোড়াই ফ্লাইওভারের নিচে সড়কের পাশে অজ্ঞাতপরিচয়ের ওই নারী দাঁড়িয়ে ছিলেন।
এ সময় দ্রুতগতির একটি ড্রাম্প ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নারী একজন ভিক্ষুক ছিলেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
গোড়াই হাইওয়ে থানার ওসি সোহেল সরোয়ার বলেন, ‘ড্রাম্প ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
নিহতের পরিচয় শক্তানের চেষ্টা চলছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।’
এমআই/এসএন